যুগ বদলের সঙ্গেই পাল্টে যেতে থাকে ঘর সাজানোর ধরন। কিন্তু পুরনো ধারা বা ভিন্টেজ স্টাইল বোধহয় কখনওই পুরনো হয় না। সব সময়েই নতুন করে ফিরে আসে আধুনিকতার ছোঁয়া মেখে। এখন যেমন, বাড়িঘরের সাজে সেকেলে স্বাদ, ফেলে আসা দিনের গন্ধ নতুন করে জনপ্রিয় হয়ে উঠছে।
এ বার পুজোয় সে ভাবেই ঘর সাজাবেন নাকি? গৃহসজ্জায় পুরনো আমলের সুবাস ফিরিয়ে আনার কয়েকটি উপায় হল— ১. আসবাবপত্রে পুরনো ছোঁয়া: কাঠের কারুকাজ করা চেয়ার, টেবিল বা দোলনা রাখুন ঘরে। পুরনো সিন্দুক, আলমারি, বা দাদু-ঠাকুরমার আমলের আসবাব ভিন্টেজ লুক এনে দেবে। বাঁশ বা বেতের চেয়ার টেবিলও দারুণ মানায়।
২.দেওয়াল-সজ্জা: পুরনো দিনের ছবি ফ্রেম বা সেপিয়া টোনের ফটো সাজান দেওয়ালে। সাবেক ওয়াল হ্যাঙ্গিং,পটচিত্র, কাঁথাশিল্প, সাদাকালো ছবি ফ্রেমে বাঁধিয়ে ঝোলান বসার ঘরের দেওয়ালে।
৩.আলোকসজ্জা: কাচের ল্যাম্পশেড, ঝাড়বাতি বা হ্যারিকেন ল্যাম্প আবার ফিরে এসেছে গৃহসজ্জার ফ্যাশনে।
৪.শোপিস ও ডেকর: মাটির হাঁড়ি, পিতলের বাসন আবার হয়ে উঠুক ঘরসজ্জার উপকরণ। হাতে কাজ করা কুশন কভার জাগিয়ে তুলবে ফেলে আসা দিনের অনুভূতি।
৫.কাপড় ও রঙে পুরনো ধারা: পর্দা, বিছানার চাদর বা টেবিল ক্লথে সুতি, লিনেন বা খাঁটি সিল্ক ব্যবহার করুন।
রঙের ক্ষেত্রে মাটির টোন, সাদা, অফ-হোয়াইট, গাঢ় সবুজ বা মেরুন অনেকটা ঐতিহ্য ফিরিয়ে আনে।
৬.পুরনো বই: কাঠের শেলফে পুরনো বই সাজালে ঘরে এক ধরনের প্রাচীন আভিজাত্য তৈরি হবে।
প্রাকৃতিক উপাদান: আগেকার দিনের মতো ঘরে টবে মানিপ্ল্যান্ট, তুলসী বা মনের মতো ফুল রাখুন। বাঁশ, বেত বা জুটের জিনিসপত্র ব্যবহার করুন ঘর সাজাতে।
এক কথায় বলতে গেলে, আধুনিক ডিজাইনের সঙ্গে ঐতিহ্যের মেলবন্ধনই পুরনো ধারাকে আবার ফিরিয়ে আনার মূল চাবিকাঠি। (এই প্রতিবেদনটি 'আনন্দ উৎসব' ফিচারের একটি অংশ)।