Home decor shopping in Kolkata

পুজোয় চাই বাড়ির 'নিউ লুক'? পকেটকে চাপ দিতে না চাইলে ঘরসজ্জার জিনিস কিনুন এই জায়গা থেকে

অল্প দামে ঘর সাজাতে চাইলে আপনাকে আসতেই হবে কলকাতার বুকের এই জায়গাগুলিতে।

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১৬:২৫
Share:
০১ ০৯

পুজোর আগে যে কেবল জামাকাপড়, জুতো থেকে সাজ-সজ্জার জিনিসের দেদার শপিং চলে সেটা কিন্তু নয়! একই সঙ্গে কেনাকাটা চলে ঘর সাজানোর নানা জিনিসের।

০২ ০৯

এই সময় অনেকেই নিজের 'বাসা'কে ভোল বদলে নতুন লুক দিতে চান। কিন্তু তাতে অনেক সময়ই বাধা হয়ে দাঁড়ায় বাজেট। তাই পকেটকে বিশেষ চাপ না দিয়েই ঘর সাজানোর জিনিস কিনতে চাইলে কলকাতার বুকের এই জায়গাগুলিতে আসতেই হবে আপনাকে।

Advertisement
০৩ ০৯

এই তালিকায় প্রথমেই যে জায়গাটির নাম করতে হবে সেটি হল গড়িয়াহাট। নকল গাছ থেকে বিছানার চাদর, চিনামাটির জিনিস সব কিছুই পেয়ে যাবেন এই বাজারেই। পর্দা, সাবেকি অন্দর সজ্জার নানা সামগ্রীও পাবেন গড়িয়াহাটেই।

০৪ ০৯

নিউ মার্কেট এলাকাতেও একাধিক দোকান রয়েছে যেখানে দারুণ কম দামে বিভিন্ন ধরনের ঘর সাজানোর জিনিস পাওয়া যায়।

০৫ ০৯

চিনামাটির জিনিস কেনাই যদি মূল লক্ষ্য হয় তবে চলে আসতে পারেন চিংড়িঘাটার কাছে। বাইপাসের পাশেই একাধিক দোকান বসে ফুটপাথে। সেখান থেকে কিনতে পারেন বাসন সহ নানা ধরনের ঘর সাজানোর জিনিস।

০৬ ০৯

দক্ষিণাপনে এলে এক ছাদের তলায় বিভিন্ন রেঞ্জের নানা ধরনের ঘর সাজানোর সামগ্রী দেখতে পারবেন। নিজের বাজেট এবং পছন্দ অনুযায়ী জিনিস সহজেই পছন্দ করে কেনা যাবে এখান থেকে।

০৭ ০৯

লেকটাউন বা যশোর রোডের দিকেও এমন একাধিক দোকান ফুটপাথে দেখা যায় যেখানে সস্তায় ঘর সাজানোর জিনিসের বিপুল সম্ভার দেখা যায়। কী থাকে না তাতে? বাসন থেকে ওয়াল হ্যাঙ্গিং, মূর্তি, ফুলের টব সহ আরও কত কী! শৌখিন মানুষদের পছন্দের জিনিস এখানে দারুণ কম দামে কেনা যেতে পারে।

০৮ ০৯

এজরা স্ট্রিটও হতে পারে আপনার গন্তব্য। এখানে বিভিন্ন ধরনের ঝাড়বাতি, লণ্ঠন, আলো সহ নানা ধরনের ঘর সাজানোর সামগ্রী পেয়ে যাবেন।

০৯ ০৯

এ ছাড়া শহরের বুকে মাঝে মধ্যে যে মেলা বসে, মূলত হস্তশিল্প মেলায় গেলে সেখান থেকেও কম দামে, নানা ধরনের শৌখিন জিনিস কেনা যাবে ঘর সাজানোর জন্য। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement