Home Lighting Ideas 2025

কালী পুজোর মরশুমে ‘স্ট্রিং লাইট’ থেকে ‘ভিনটেজ’ বাতি, আকর্ষণীয় আলোতেই লুকিয়ে ঘর সাজানোর চাবিকাঠি

আলোর জাদুতেই এ বার উৎসবের মেজাজ, ঘর সাজুক একেবারে অন্য রকম ভাবে!

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৫ ১১:২১
Share:
০১ ১২

উৎসবের মেজাজ, আলো আর ভালবাসার সঙ্গে তাল মিলিয়ে সবাই খোঁজেন হালফ্যাশনের বাতির ঝলক।

০২ ১২

বাড়ির ঠাকুরঘরের জন্য দীপাবলির আলো হোক অথবা বারান্দার জন্য একটু অন্য রকম এলইডি বাতি, ঘরের সাজে নতুন ভাষা দেবে যে সব আলো, তাদেরই হদিশ রইল।

Advertisement
০৩ ১২

বৈদ্যুতিক প্রদীপের ঝলমলে মায়া। উৎসবের প্রাণ কিন্তু সেই দীপের আলো। এ বার তবে একটু অন্য রকম ভাবুন। বৈদ্যুতিক ঝুলন্ত দিয়া বাতি ঝোলান দেওয়াল জুড়ে।

০৪ ১২

ছোট ছোট তারার আকৃতির আলো বারান্দার সিলিংয়ে স্তরে স্তরে ঝুলিয়ে দিলে স্বপ্নময় এক পরিবেশ তৈরি হয়।

০৫ ১২

বড় তারার মতো আলোর সঙ্গে ‘ফেয়ারি লাইটস’-এর মালা জুড়ে দিলে যেন আলোর চাঁদোয়া হয়ে ওঠে।

০৬ ১২

রঙিন আলো থেকে বিরতি নিয়ে তিনটি সাদা আলোর ট্যাসেল লণ্ঠন এনে দেবে শান্তি আর উষ্ণতা।

০৭ ১২

সবুজ গাছপালার মাঝে আলো ঝুলিয়ে দিলে বারান্দা বা বাগান হয়ে ওঠে স্বপ্নিল ও সুন্দর।

০৮ ১২

স্ট্রিং লাইট বারান্দা বা বসার ঘরে স্তরে স্তরে ঝুলিয়ে দিলে আরামদায়ক পরিবেশ তৈরি হয়।

০৯ ১২

ঘরের কোণে সেকালের লণ্ঠন যোগ করলে সে জায়গার সৌন্দর্য আরও বাড়ে।

১০ ১২

কয়েলযুক্ত ভিনটেজ ঝুলন্ত বাল্ব ডাইনিং টেবিল বা বসার ঘরে আনে মার্জিত রুচির চাপ।

১১ ১২

কাঠের সিলিং থাকলে তার উপরে স্ট্রিং লাইট দিয়ে স্তর তৈরি করুন। কোণে রাখুন কিছু সেকালের লণ্ঠন। সঙ্গে আরামদায়ক বসার জায়গা আর টবে গাছপালা দিয়ে সাজসজ্জা সম্পূর্ণ করা যেতে পারে।

১২ ১২

শুধু আলোর সজ্জা নয়, এই উৎসব বরং হয়ে উঠুক ভালবাসা, স্মৃতি আর উচ্ছ্বাসের মিলন। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement