আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তার পরেই তিথি অনুসারে, ভাই কিংবা দাদার কপালে, কিংবা ভ্রাতৃস্থানীয় কাউকে ফোঁটা দিয়ে যমের দুয়ারে কাঁটা দেবেন বোন ও দিদিরা। কিন্তু, সেই প্রিয় ভাই বা দাদা যদি থাকেন দূরে কোথাও? তা হলে ভাইফোঁটায় কী শুভেচ্ছা বার্তা পাঠাবেন তাঁকে? রইল তারই কিছু উদাহরণ।
স্নেহের ছোট ভাই, শুভ ভাইফোঁটা! তুই-ই আমার সবথেকে বড় বন্ধু!
প্রিয় ভাই, তোকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকের এই বন্ধন চির অটুট থাকুক।
মা-বাবার পরে যদি কেউ সব থেকে আপন হয়, সে হলে তুমি। শুভ ভাইফোঁটা!
ভাই, অনেক বড় হও, সব বিপদ থেকে দূরে থাক, এই কামনাই করি।
দাদাভাই, তুমি আমার জীবনের সেরা উপহার। তোমাকে জানাই শুভ ভাইফোঁটা।
আজকের দিনে আমার তরফ থেকে তোকে জানাই অনেক অনেক ভালবাসা।
ভাই আমার, এ ভাবেই সব সময়ে আমাকে আগলে রাখিস। শুভ ভাইফোঁটা!
দাদা, এই পৃথিবীতে তুমিই আমার সব থেকে প্রিয় বন্ধু। তোমাকে অনেক অনেক ভালবাসা।
যমের দুয়ারে পড়ল কাঁটা! ভাই আমার, তোকে জানাই শুভ ভাইফোঁটা! (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।