Traffic Control during Durga Puja

ভিড় সামলাতে আগেভাগেই তৎপর, মহালয়া থেকেই শহরে যান চলাচলে রাশ টানছে কলকাতা পুলিশ

উৎসবের শহরে যানচলাচল নিয়ন্ত্রণ করা হলেও ছাড় পাচ্ছে জরুরি পণ্য পরিষেবার সঙ্গে যুক্ত গাড়িগুলি।

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫ ০৯:১১
Share:
০১ ১০

আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তার পরেই বাংলার অন্যান্য অংশের মতো শহর কলকাতাও ভাসবে দুর্গোৎসবের আনন্দে, আবেশে। শারদীয়া নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রতি বারের মতো এ বছরও নির্দিষ্ট দিনগুলিতে শহর কলকাতায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

০২ ১০

এই মর্মে ইতিমধ্যেই নির্দেশিকা জারি করেছে কলকাতা পুলিশ। যার মেয়াদ শুরু হবে দেবীপক্ষের সূচনা লগ্নে, অর্থাৎ মহালয়া থেকে। পরবর্তীতে তৃতীয়া থেকে চতুর্দশী পর্যন্ত গাড়িচালকদের একাধিক বিধিনিষেধ মেনে চলতে হবে।

Advertisement
০৩ ১০

কলকাতা পুলিশের নির্দেশিকা অনুসারে - আগামী ২১ সেপ্টেম্বর (মহালয়ার দিন) ভোর ৩টে থেকে রাত ১০টা পর্যন্ত কলকাতার রাস্তায় কোনও পণ্যবাহী গাড়ি প্রবেশ করতে পারবে না। তবে, জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত গাড়িগুলিকে এ ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।

০৪ ১০

পরবর্তীতে, আগামী ২৫ সেপ্টেম্বর, অর্থাৎ তৃতীয়া থেকে কলকাতার রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ওই দিন সকাল ৬টা থেকে মধ্যরাত পর্যন্ত কলকাতার রাস্তায় কোনও পণ্যবাহী গাড়ি ঢুকতে দেওয়া হবে না। একই ভাবে চতুর্থী থেকে চতুর্দশীর ভোর পর্যন্তও (দশমী থেকে চতুর্দশী পর্যন্ত প্রতিমা বিসর্জনের জন্য) পণ্যবাহী গাড়ির শহরে ঢোকার ক্ষেত্রে বিধিনিষেধ কার্যকর থাকবে।

০৫ ১০

কলকাতা পুলিশের নির্দেশিকা অনুসারে - চতুর্থীতে সকাল ৬টা থেকে রাত ২টো পর্যন্ত, পঞ্চমীতে সকাল ৮টা থেকে রাত ২টো পর্যন্ত, ষষ্ঠীতে সকাল ৮টা থেকে রাত ৩টে পর্যন্ত, সপ্তমীতে সকাল ৮টা থেকে পরের দিন ভোর ৪টে পর্যন্ত, অষ্টমীতে সকাল ৭টা থেকে পরের দিন ভোর ৪টে পর্যন্ত এবং নবমীতে সকাল ৮টা থেকে পরের দিন ভোর ৪টে পর্যন্ত কোনও পণ্যবাহী গাড়ি কলকাতায় ঢুকতে পারবে না।

০৬ ১০

যদিও মহালয়া এবং পুজোর অন্য দিনগুলিতে রান্নার গ্যাসের সিলিন্ডার, সিএনজি, পেট্রোপণ্য, তেল, অক্সিজেন, দুধ, ওষুধ, সবজি, ফল, মাছ — এই সমস্ত পণ্যের গাড়ির ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।

০৭ ১০

অন্য দিকে, যে পণ্যবাহী গাড়িগুলির ওজন ১,৬০০ কেজির কম, সেগুলিকেও মহালয়ার দিন বিকেল ৪টে থেকে যাতায়াত করতে দেওয়া হবে।

০৮ ১০

এ ছাড়া, বন্দরে যাতায়াত করা গাড়িগুলিকে তৃতীয়া থেকে নবমী পর্যন্ত দুপুর ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত চলাচল করতে দেওয়া হবে। যান নিয়ন্ত্রণের সময়ে পণ্যবাহী হালকা গাড়িগুলিকে দুপুর ১২টা থেকে বিকেল ৩টে পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে।

০৯ ১০

এর পাশাপাশি, প্রতিমা নিরঞ্জনের জন্য দশমী থেকে চতুর্দশীর ভোর পর্যন্ত কলকাতার রাস্তায় পণ্যবাহী গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হবে। আগামী ২ অক্টোবর দশমী। ওই দিন সকাল ৮টা থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত কোনও পণ্যবাহী গাড়ি কলকাতার রাস্তায় ঢুকতে দেওয়া হবে না। একই রকম কড়াকড়ি থাকছে ৩-৫ অক্টোবরও। আগামী ৫ অক্টোবর, ত্রয়োদশীতে সকাল ৮টা থেকে পরের দিন (চতুর্দশীর) ভোর ৫টা পর্যন্ত পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

১০ ১০

দুর্গাপুজো মিটে যাওয়ার পর লক্ষ্মীপুজো কাটলে সেই প্রতিমা নিরঞ্জনের জন্যও আগামী ৭-৮ অক্টোবর, দু’দিনই সকাল ৮টা থেকে পরের দিন ভোর ৪টে পর্যন্ত কলকাতার রাস্তায় পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement