Durga Puja 2020

মহিষাসুর পালা ২০২০

নতুন অস্ত্র কি আদৌ অসুরের কাজে এল? তারই হদিস দেবে আনন্দবাজার ডিজিটালের মহিষাসুর পালা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২০ ১৩:৫২
Share:

ক’দিন বাদেই পুজো। করোনা আতঙ্ক থাবা বসিয়েছে স্বর্গলোকেও। লকডাউন সবে উঠেছে সেখানে। রওনা দিয়েছেন মা দুর্গা। সামনেই যে মহাযুদ্ধ! সামাজিক দূরত্ব মেনে কি মা দুর্গা পারবেন মহিষাসুর বধ করতে? জানতে হলে দেখতে হবে মহিষাসুর পালা।

Advertisement

এদিকে লকডাউনে ছেলে-মেয়েদের প্রতিভার জ্বালায় অতিষ্ঠ স্বয়ং দশভূজা। তাঁর ছেলে মেয়েরা কেউ ফেসবুক লাইভে রান্না শেখাচ্ছে, তো কেউ গান গেয়ে নিজের প্রতিভা প্রদর্শনে ব্যস্ত! অন্য দিকে মহিষাসুরও এ বারে মা দুর্গা কে জব্দ করার জন্য নতুন ফন্দি এঁটেছে। লড়াইয়ের জন্য বেছে নিয়েছে নতুন অস্ত্র। কী সেই অস্ত্র? এই অস্ত্র কি আদৌ অসুরের কাজে এল?নাকি মা দুর্গাকে জব্দ করতে গিয়ে সে নিজেই বিপাকে পড়ল? সে সবের হদিস নিয়ে এল ডিজিটাল মহিষাসুর পালা। আপনারই জন্য।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement