ধনতেরসে দেবী লক্ষ্মী এবং কুবেরের আশীর্বাদ পেতে, সংসারে সুখ সমৃদ্ধি বজায় রাখতে এই দিনে বিশেষ কিছু জিনিস কেনা উচিত। তালিকায় কী কী থাকবে?
ধনতেরসের দিন সোনার গয়না বা মুদ্রা কেনা শুভ বলে মনে করা হয়।
এ দিন কুবের যন্ত্র কিনে সেটা বাড়িতে প্রতিষ্ঠা করতে পারেন। দূর হবে অর্থাভাব।
সোনা না কিনতে পারলে, রুপোর জিনিসও ধনতেরাসের দিন কেনা যায়।
তামা বা পিতলের বাসন কেনাও এ দিন অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
এমনকী স্টিলের জিনিসও কেনা যেতে পারেন এ দিন। যদিও এ নিয়ে অনেকে দ্বিমত পোষণ করেন, যেহেতু স্টিল সঙ্কর ধাতু।
ঝাঁটা কেনা হয়ে থাকে ধনতেরাসের দিন। এটিকে দেবী লক্ষ্মীর প্রতীক হিসেবে বিবেচনা করেন অনেকে।
ধনতেরসকে অনেকে ধনত্রয়োদশী বলে থাকেন। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী ধনতেরসের দিনই দেবী লক্ষ্মী সমুদ্র মন্থনের সময় উঠে এসেছিলেন।
তাই এই দিনে দেবী লক্ষ্মী এবং কুবেরের পুজো করা হয়। সোনার গয়না দোকান থেকে বাসনের দোকানে ভিড় উপচে পড়ে। লম্বা লাইন পড়ে ঝাঁটা কেনারও।
তাই এই বছর সংসারে সুখ, সমৃদ্ধি আনতে উল্লিখিত জিনিসগুলির একটি কিনতেই পারেন। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)