'কালী নামে দাও রে বেড়া...', কালী নামেই বিপদ দূর হয় বলে বিশ্বাস। সামনেই কালীপুজো। উপোস করে দেবীর পুজো করবেন, অঞ্জলি দেবেন? তা হলে একই সঙ্গে দেবীর কৃপা লাভ করতে, জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি দূর করতে কালীপুজোয় জপ করুন এই কালী মন্ত্রগুলি। বদলে যেতে পারেন আপনার জীবন।
মৃত্যু ভয় কাটাতে চাইলে পাঠ করুন ‘ওম কালী কালী মহাকালী কালিকে পাপহারিণী, ধর্মার্থমোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে’।
‘ওম ক্রীং কালী’ হল কালীর বীজ মন্ত্র। এই মন্ত্র জপ করলে নেতিবাচক শক্তির প্রভাব দূর হয়ে জীবন থেকে, উন্নতি সাধন ঘটে।
কালী গায়ত্রী মন্ত্র জপ করলে দেবী পথ দেখান বলে মনে করা হয়। এই মন্ত্র হল ‘ওম মহাকল্যৈ চ বিদ্মহে শ্মশান বাসিন্যৈ চ ধীমহি তন্নো কালী প্রচোদয়াৎ’।
‘ওম ক্রীং কালিকায়ৈ নমঃ’ জপ করলে শুদ্ধ চেতনা লাভ হয় বলে মনে করা হয়।
আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করতে চাইলে ১৫ অক্ষরী মন্ত্র অর্থাৎ ‘ওম হৃং শ্রীং ক্লীং আদ্যা কালিকা পরমং ঈশ্বরী স্বাহা’ জপ করা উচিত।
দেবীর আশীর্বাদ পেতে চাইলে মহাকালী মন্ত্র অর্থাৎ ‘ওম শ্রী মহা কালিকায়ৈ নমঃ’ জপ করুন। এতে শক্তি লাভ করবেন।
‘ওম ক্লীং কালিকা য়ি নমঃ’ মন্ত্র জপ করলে দূর হয় সমস্ত জটিলতা।
তবে একটি বিষয় মাথায় রাখবেন সমস্ত মন্ত্র সবার জন্য নয়। তাই কোন মন্ত্র আপনার জন্য সঠিক সেটা পুরোহিতের থেকে জেনে নেবেন।
গুরুর দ্বারা দীক্ষিত ব্যক্তিরাই মূলত কালী মন্ত্র জপ করতে পারেন।
শরীর, মন যদি প্রস্তুত না থাকে কালী মন্ত্র কখনই পাঠ করা উচিত নয়। দেবীর তেজ সকলে সহ্য করতে পারেন না। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)