Dev Deepawali 2025

দীপাবলির ১৫ দিন পর দেবতাদের দীপাবলি! দেব দীপাবলির সঙ্গে কোন পৌরাণিক কাহিনি জড়িয়ে জানেন?

দীপাবলি উদ্‌যাপিত হয় কার্তিক মাসের অমাবস্যায়। এর পনের দিন পর কার্তিক মাসের পূর্ণিমায় আসে দেব দীপাবলি। আলোয় আলোয় সেজে ওঠে কাশী। কিন্তু এই দিনটির বিশেষত্ব কী?

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৫ ১৩:৫৫
Share:

প্রতীকী চিত্র।

দীপাবলি উদ্‌যাপিত হয় কার্তিক মাসের অমাবস্যায়। এর পনের দিন পর কার্তিক মাসের পূর্ণিমায় আসে দেব দীপাবলি। আলোয় আলোয় সেজে ওঠে কাশী। কিন্তু এই দিনটির বিশেষত্ব কী?

Advertisement

মনে করা হয় কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে দেবতারা মর্ত্যে নেমে আসেন। এই দিনটিতে তাঁরা দীপাবলি উদ্‌যাপন করেন। ফলে সনাতন ধর্মে এই দিনটির গুরুত্ব অপরিসীম। দেব দীপাবলির সঙ্গে জড়িয়ে রয়েছে এক পৌরাণিক কাহিনিও।

কী সেই পৌরাণিক কাহিনি? কথিত আছে, কার্তিক পূর্ণিমার দিন দেবাদিদেব মহাদেব ত্রিপুরাসুর রাক্ষসকে বধ করেন। তার অত্যাচার থেকে মুক্ত করেছিলেন দেবতাদের। আসলে ব্রহ্মার বরে ত্রিপুরাসুর এক প্রকার অমরত্ব লাভ করেছিল। তিনি বলেছিলেন এই ত্রিপুরাসুরের যে তিন ছেলে তারকাক্ষ, কমলাক্ষ এবং বিদ্যুন্মালিকে অভিজিৎ মুহূর্তে যদি একটি মাত্র তীর দিয়ে বধ করা যায় তবেই মৃত্যু হবে ত্রিপুরাসুরের। এর পরই প্রায় অমর হয়ে দেবলোক আক্রমণ করে সে।

Advertisement

দেবলোককে এই অসুরের হাত থেকে রক্ষা করতে শিব তাকে বধ করেন। এর পরই সমস্ত দেবতারা এই দিনটিতে দীপাবলি পালন করেন। নেমে আসেন শিবের শহর কাশীতে। ত্রিপুরাসুরকে বধ করার পর দেবাদিদেব ত্রিপুরারি নামেও পরিচিত হন।

দেব দীপাবলির দিন দেবতাদের জন্য প্রদীপ জ্বালানোর প্রথা রয়েছে। বিশেষ করে বেনারস এবং হরিদ্বারের ঘাটগুলো আলোর মালায় সেজে ওঠে। বহু মানুষ ভিড় জমান সেই অপরূপ দৃশ্যের সাক্ষী থাকতে।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement