Signs Indicating Devi Laxmi is Angry

বাড়িতে কি পর পর এই ধরনের ঘটনা ঘটছে? সাবধান! দেবী লক্ষ্মী রুষ্ট হননি তো আপনার উপর?

কী করে বুঝবেন যে দেবী লক্ষ্মী আপনার উপর রুষ্ট হয়েছেন সেটাই জেনে নিন।

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২৫ ১০:২৮
Share:
০১ ১৪

সনাতন ধর্মে মনে করা হয় দেবী লক্ষ্মী যেমন ধন ঐশ্বর্যের দেবী, তেমনই তিনি চঞ্চলা। অল্পেতে খুশি যেমন হন, তেমনই কলহ, অত্যাচার, অপরিচ্ছন্নতা দেখলে তিনি সেই গৃহ ত্যাগ করেন। আবার দেবী লক্ষ্মী যে সংসারে থাকেন সেখানে সুখ, সমৃদ্ধি উপচে পড়ে।

০২ ১৪

কিন্তু জানেন কি যখন দেবী রুষ্ট হন বা আপনার গৃহ ত্যাগ করেন সেই ইঙ্গিতও পাওয়া যায়? কী করে বুঝবেন যে দেবী লক্ষ্মী আপনার উপর রুষ্ট হয়েছেন সেটাই জেনে নিন। '

Advertisement
০৩ ১৪

হাত থেকে টাকা পড়ে যাওয়া খারাপ ইঙ্গিত বলে মনে করা হয়। যদি কখনও আপনার হাত থেকে টাকা বা পয়সা পড়ে যায়, তা হলে সেটা কুড়িয়ে নিয়ে প্রণাম করে, দেবী লক্ষ্মীর কাছে ক্ষমা চান। তার পর সেটা যথাস্থানে রেখে দিন।

০৪ ১৪

মনে করা হয় তুলসী গাছে দেবী লক্ষ্মী বাস করেন। যদি বাড়ির তুলসী গাছ হঠাৎ করেই শুকিয়ে যায় তাহলে বুঝবেন আপনার সংসারে বিপদ আসছে। দারিদ্র্য বাসা বাঁধবে বাড়িতে।

০৫ ১৪

অনেকেই বাড়িতে তুলসী গাছের পাশাপাশি মানি প্ল্যান্ট রাখেন। মনে করেন এই গাছ ঘরে থাকলে তা শুভ শক্তিকে আকর্ষণ করে। কিন্তু যদি দেখেন এই গাছও হঠাৎ শুকিয়ে যাচ্ছে, তা হলে বুঝবেন এটাও ইঙ্গিত যে দেবী লক্ষ্মী আপনার উপর রুষ্ট হয়েছেন।

০৬ ১৪

দুধ উথলে পড়ে যাওয়াও কিন্তু অনেক সময় বিপদের ইঙ্গিত হতে পারে। এর অর্থ দেবী রুষ্ট হয়েছেন। আপনার গৃহ ত্যাগ করেছেন।

০৭ ১৪

কল থেকে অনবরত জল পড়ে যাওয়াও খারাপ ইঙ্গিত। যে বাড়িতে কল থেকে অনবরত জল পড়ে সেখানে দেবী লক্ষ্মী থাকেন না।

০৮ ১৪

গয়না হাত থেকে পড়ে যাওয়া বা চুরি যাওয়ার অর্থ হল দেবী রুষ্ট হয়েছেন আপনার উপর।

০৯ ১৪

স্বপ্নেও দেবী লক্ষ্মী রুষ্ট হলে সেটার ইঙ্গিত পাওয়া যায়। যদি স্বপ্ন দেখেন যে আপনি ফুটো জামাকাপড় পরে আছেন বা ঘরে চুরি হয়েছে তাহলে বুঝবেন আগামীতে আপনার আর্থিক ক্ষতি হতে পারে।

১০ ১৪

দেবীকে প্রসন্ন করতে লক্ষ্মীপুজোর সময় তাই কিছু নিয়ম মেনে চলুন। রোজ সন্ধ্যায় দেবীকে প্রদীপ দেখান। ধূপধুনো দিয়ে পুজো করুন। শঙ্খ বাজান।

১১ ১৪

নিয়মিত তুলসী গাছে জল দিন।

১২ ১৪

বাড়ি যতটা সম্ভব পরিষ্কার, পরিচ্ছন্ন রাখুন। বিশেষ করে ঠাকুরঘর, রান্নাঘর, প্রবেশ দ্বার। বিবাদ, অত্যাচার বন্ধ করুন।

১৩ ১৪

লক্ষ্মীপুজোর দিন পরিষ্কার, হালকা রঙের কাপড় পরা উচিত। সারা বাড়ি গঙ্গার জল ছিটিয়ে দিন।

১৪ ১৪

কেবল লক্ষ্মীপুজোর দিন নয়, প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার করেও ভক্তি ভরে দেবী লক্ষ্মীর আরাধনা করুন। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement