Chhath Puja Fruits

এই ছ'টি ফল ছট পুজোয় দিতেই হয়! কিন্তু কেন জানেন?

যে ছ'টি ফলের কথা বলা হচ্ছে, সেগুলির অন্যতম প্রধান বৈশিষ্ট্য কী জানেন?

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৫ ১৭:০০
Share:

প্রতীকী চিত্র।

ছট পুজো মূলত সূর্যদেব এবং ছঠী মাইয়ার (ষষ্ঠী দেবী) প্রতি উৎসর্গ করা একটি মহাব্রত। এই পুজোর বিশেষ বৈশিষ্ট্য হল - ডালা বা কুলোয় সাজানো নানা ধরনের ফল ও উপাচার। শাস্ত্র মতে, এই উপাচারের মধ্যে এমন কিছু ফল রয়েছে, যা ছাড়া দেবীর পুজো নাকি অসম্পূর্ণ থেকে যায়! এই ফলগুলি অর্ঘ্য দেওয়ার নেপথ্যে লুকিয়ে আছে গভীর ঐতিহ্য এবং পবিত্রতার বিশ্বাস! যে ছ'টি ফল ছট পুজোয় দিতেই হয়, সেগুলি হল -

Advertisement

১. নারকেল: নারকেলকে মা লক্ষ্মীর অপর রূপ বলে মনে করা হয়। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাচার। নারকেলের শক্ত খোলের কারণে কোনও পশু বা পাখি এটিকে ভক্ষণ করতে পারে না। তাই এটি অত্যন্ত শুদ্ধ বলে বিবেচিত হয়।

২. কলা: বলা হয়, দেবী ছঠী কলা অত্যন্ত পছন্দ করেন। এ ছাড়াও এটি ভগবান বিষ্ণুরও প্রিয়তম ফল হিসাবে পরিচিত। ছট পুজোয় ফলটি আলাদা করে না দিয়ে পুরো কলার কাঁদি উৎসর্গ করার রীতি প্রচলিত রয়েছে।

Advertisement

৩. আখ: বিশ্বাস করা হয়, ছট পুজোয় আখ অর্পণ করলে পরিবারে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে। আখের বাইরের অংশে শক্ত আবরণ থাকায় এটিও পশু-পাখির মুখ থেকে রক্ষা পায়। সেই কারণে এটিকেও পুজোর জন্য বিশুদ্ধ মনে করা হয়।

৪. বাতাবি লেবু: ছট পুজোয় বাতাবি লেবু নিবেদন করলে তা পরিবারে মঙ্গল ও কল্যাণ বয়ে আনে বলে ভক্তদের বিশ্বাস।

৫. সুপারি: সুপারি তার অত্যন্ত কঠিন আবরণের কারণে পুজোর জন্য ব্যবহৃত হয়। কঠোর আবরণের জন্য এটিও শুদ্ধ এবং পবিত্র উপাচার হিসেবে গণ্য করা হয়।

৬. পানিফল: পানিফলের বাইরের কঠিন খোসার জন্য এবং এটি মূলত জলে ডুবে থাকায় কোনও পশুপাখি বা কীট এই ফল নষ্ট করতে পারে না। এই কারণে এটিকেও শুদ্ধ এবং পুজোর জন্য অপরিহার্য ফল হিসাবে ছট পুজোর ডালায় রাখা হয়।

ঐতিহ্যও বিশ্বাসের মূল কারণ - পবিত্রতা:

এই ফলগুলির দিকে তাকালে একটি সাধারণ বিষয় চোখে পড়ে। তা হল, এদের অধিকাংশের শক্ত বা কঠিন আবরণ। ছট পুজোয় এমন ফল ব্যবহারের মূল কারণ হল, পবিত্রতা রক্ষা। যে ফলগুলির খোলস শক্ত এবং সহজে পশু বা পাখি ভক্ষণ করতে পারে না, সেই ফলগুলিকেই সর্বাধিক শুদ্ধ এবং ঈশ্বরের চরণে অর্পণের উপযুক্ত বলে মনে করা হয়। ভক্তদের বিশ্বাস, এই ফলগুলি নিষ্ঠা ভরে অর্পণ করলে দেবী ছঠী প্রসন্ন হন এবং পরিবারের সুখ-শান্তি, সন্তান সন্ততির মঙ্গল ও সমৃদ্ধি বজায় থাকে।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement