প্রতীকী চিত্র।
পার্বতীনন্দন, সিদ্ধিদাতা গণপতি জ্ঞান ও প্রজ্ঞার প্রতীক। তিনি চতুর্ভূজ। কিন্তু কেন তাঁর চার হাত, তা কি কখনও ভেবেছেন? গণেশ চতুর্থীর আবহে আসুন জেনে নেওয়া যাক এর নেপথ্যে থাকা গভীর অর্থ। বস্তুত, গণেশের চারটি হাতের প্রত্যেকটিই এক-একটি প্রতীকী বার্তা বহন করে।
পৌরাণিক তাৎপর্য:
গণেশের চার হাতের নেপথ্যে থাকা মূল পৌরাণিক কাহিনিটি সরাসরি ভাবে কোনও নির্দিষ্ট ঘটনার সঙ্গে যুক্ত নয়। বরং, এটি তাঁর সামগ্রিক দেবত্বের প্রতীক। প্রতিটি হাত জীবনের এক-একটি দিকের প্রতিনিধিত্ব করে। এই চারটি হাত মূলত চার ধরনের শক্তির প্রতীক। সেগুলি হল -
সৃষ্টি ক্ষমতা: একটি হাত সৃষ্টির প্রতীক। যা বোঝায়, ব্রহ্মাণ্ডের সমস্ত কিছুরই সৃষ্টির সঙ্গে যুক্ত গণেশ।
পালন বা রক্ষা: অন্য একটি হাত পালন বা রক্ষার প্রতীক। যা বোঝায়, তিনি বিশ্বকে রক্ষা ও তার ভারসাম্য বজায় রাখেন।
বিনাশ: তৃতীয় হাতটি বিনাশের প্রতীক। এর মাধ্যমে বোঝানো হয়, গজানন অশুভ শক্তি ও বাধার বিনাশ ঘটান।
মোক্ষ বা মুক্তি: চতুর্থ হাতটি মোক্ষলাভ বা মুক্তির প্রতীক। এটি আশীর্বাদ প্রদানের ভঙ্গিতে (অভয় মুদ্রা) থাকে। যা ভক্তদের সমস্ত ভয় থেকে মুক্তি এবং আত্মিক শান্তি প্রদান করে।
এই চারটি হাত মূলত ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষের প্রতীক হিসাবেও বিবেচিত হয়। অর্থাৎ, জীবনের চারটি প্রধান লক্ষ্য অর্জনে গণেশ সহায়তা করেন।
গণেশের হাতে কী কী থাকে এবং তার তাৎপর্য কী?
গণেশের চারটি হাতে বিভিন্ন বস্তু রয়েছে। যার প্রতিটিই আলাদা-আলাদা তাৎপর্য বহন করে। যেমন -
১. পাশ (দড়ির ফাঁস): এই পাশ বা দড়িটি মায়ার প্রতীক। এটি বোঝায়, গণেশ তাঁর ভক্তদের জাগতিক মোহ ও কামনা থেকে দূরে রেখে জ্ঞানের পথে চালিত করেন।
২. অঙ্কুশ (আঁকশি): অঙ্কুশ হল নিয়ন্ত্রণ ও শক্তির প্রতীক। এটি অশুভ শক্তি ও অহঙ্কারী মনকে নিয়ন্ত্রণ করে সঠিক পথে নিয়ে আসে।
৩. মিষ্টি বা লাড্ডু: হাতে থাকা লাড্ডু বা মোদক জ্ঞানের প্রতীক। এটি বোঝায়, জীবনে সঠিক পথ অনুসরণ করলে জ্ঞানের যে মিষ্টি ফল পাওয়া যায়, তা যেন মোদকের মতোই সুস্বাদু।
৪. আশীর্বাদ বা অভয় মুদ্রা: এটি হল আশীর্বাদ ও নিরাপত্তার প্রতীক। এই হাতের ভঙ্গিমায় গণেশ ভক্তদের সমস্ত ভয় থেকে রক্ষা করেন এবং তাঁদের আত্মবিশ্বাস প্রদান করেন।
বাস্তব জীবনের তাৎপর্য:
গণেশের চার হাত থেকে বাস্তব জীবনেও অনেক গুরুত্বপূর্ণ বার্তা বহন করে আনে। যেমন -
জীবনের ভারসাম্য: চারটি হাত আমাদের জীবনের চারটি স্তম্ভের প্রতীক - কাজ (অর্থ), ভালবাসা (কাম), ধর্ম (নৈতিকতা) এবং মুক্তি (মোক্ষ)। এটি শেখায়, জীবনে ভারসাম্য বজায় রাখা কতটা জরুরি।
বাধা দূরীকরণ: গণেশের হাতে থাকা অঙ্কুশ এবং পাশ মনে করিয়ে দেয় যে, জীবনের বাধা দূর করতে এবং নিজের ভিতরের দুর্বলতা নিয়ন্ত্রণ করতে সচেষ্ট হতে হবে।
জ্ঞানার্জন: গণেশের হাতে থাকা মোদক শেখায়, জ্ঞান অর্জন করলে তার সুফল উপভোগ করা যাবে।
ভয়হীনতা: অভয় মুদ্রার অর্থ– সঠিক পথে চললে কোনও কিছুকে ভয় পাওয়ার প্রয়োজন নেই।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।