Dhanteras 2025

ধনতেরসে ভুলেও এই কাজ নয়, সারা বছর ভুগতে হবে অর্থকষ্টে!

ধনতেরসের দিন কিছু জিনিস একে বারেই কেনা উচিত নয়। কিছু জিনিসও এ দিন করাও উচিত নয়। কী সেগুলি চলুন জেনে নেওয়া যাক।

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৫ ১৮:১৬
Share:
০১ ১৬

ধনতেরসের হাত ধরেই শুভ সূচনা ঘটে কালীপুজোর। দুর্গাপুজোর পরের মন খারাপ দূর করতে সমারোহে পাঁচ দিন ব্যাপী এই উৎসব শুরু হয়। বহু যুগ ধরে ধনত্রয়োদশী দিন নানা জিনিস কেনার চল রয়েছে। কিন্তু ধনতেরসের দিন কিছু জিনিস একে বারেই কেনা উচিত নয়। কিছু জিনিসও এ দিন করাও উচিত নয়। কী সেগুলি চলুন জেনে নেওয়া যাক।

০২ ১৬

ধনতেরসের দিন ভুলেও তেল কিনবেন না। আগের বা পরের দিন কিনুন, কিন্তু এ দিন, নৈব নৈব চ!

Advertisement
০৩ ১৬

এই দিনটিতে কালো পোশাক কেনা বা পরা উচিত নয়।

০৪ ১৬

কোনও ধারালো জিনিস এ দিন একদমই কিনবেন না।

০৫ ১৬

ধনতেরসের দিন ভুলেও লোহার জিনিস কিনবেন না।

০৬ ১৬

অনেকে এ দিন স্টিলের বাসন কেনেন। কিন্তু এটি যেহেতু লোহার সঙ্কর ধাতু, তাই অনেকে এড়িয়ে যান।

০৭ ১৬

কাচের সঙ্গে রাহুর যোগ রয়েছে। তাই ধনতেরসের দিন কাচের জিনিস কিনবেন না।

০৮ ১৬

ধনতেরসের দিন নিজের বা সংসারের জন্য কিছু কিনলেও কারও জন্য কখনও উপহার কিনবেন না।

০৯ ১৬

সোনার দাম যেহেতু গগনচুম্বী অনেকেই এ দিন তার বিকল্প হিসেবে নকল সোনা কেনেন। এটি করা উচিত নয়।

১০ ১৬

চেষ্টা করবেন যাতে ধনতেরসের দিন কারও থেকে ধার না চাইতে হয়। এই দিনে কারও থেকে ঋণ বা ধার নেওয়া অশুভ বলে মনে করা হয়।

১১ ১৬

খালি মাটির কলস এ দিন না কেনাই ভাল। কিনলেও সেটা কিছু দিয়ে ভরাট করে বাড়ি আনা উচিত।

১২ ১৬

ভাঙা মূর্তি বা ভাঙা জিনিস কেনা উচিত নয় ধনতেরসে।

১৩ ১৬

প্লাস্টিকের কোনও জিনিস এ দিন কিনবেন না।

১৪ ১৬

সন্ধ্যার পর ধনতেরসের দিন কাউকে চিনি দেবেন না। কেবল চিনি নয়, এ দিন কারও হাতে নুন দেওয়াও শুভ নয়।

১৫ ১৬

ধনতেরসের দিন দুধ, দই কারও থেকে ধার চাইবেন না। নিজেও দেবেন না।

১৬ ১৬

এমনকী এ দিন দোকান থেকে সূঁচ কিনবেন না। বা কারও থেকে ধার নেবেন না। দেবেনও না। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement