Kolkata kali Theme Puja

কালীপুজোয় মোদী ‘বনাম’ ট্রাম্প! কী বার্তা দিল বালুরঘাটের এই পুজোর থিম?

দুর্গাপুজো হোক বা কালীপুজো, থিমের ভিড় তো সর্বত্রই।

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৫ ২১:৩৪
Share:
০১ ১০

দুর্গাপুজো হোক বা কালীপুজো, থিমের ভিড় তো সর্বত্রই।

০২ ১০

এই থিমের মধ্যেই লুকিয়ে থাকে কিছু বিশেষ বার্তা। অনেক সময়ে তা দর্শনার্থীদের ‘ভাবা প্র্যাকটিস’ করতেও শেখায়।

Advertisement
০৩ ১০

এরই মাঝে নজির গড়ল বালুরঘাটের খাদিমপুর এলাকার মাস্টার পাড়া সর্বজনীন পুজো কমিটি।

০৪ ১০

প্রতিনিয়ত চলার ক্ষেত্রে জীবনের অন্যতম অঙ্গ হয়ে উঠেছে এই সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাপগুলি।

০৫ ১০

তালিকায় ফেসবুক, এক্স (সাবেক টুইটার), হোয়াটস্‌আপ- আরও কত কী!

০৬ ১০

কিন্তু এগুলি তো সবই বিদেশের মাটিতে জন্ম নেওয়া মাধ্যম। কিন্ত স্বদেশী অ্যাপগুলি কি তাদের মতো প্রতিদিনের সঙ্গী হয়ে উঠতে পারল?

০৭ ১০

এখানেই আসে ‘স্বদেশী বনাম বিদেশি’র প্রসঙ্গ। বালুরঘাটের এই কালীপুজোর থিম দিচ্ছে কিছুটা এমনই বার্তা।

০৮ ১০

দেওয়াল চিত্রের মাধ্যমে এক দিকে ডোনাল্ড ট্রাম্প ও অন্য দিকে নরেন্দ্র মোদীকে ফুটিয়ে তোলা হয়েছে।

০৯ ১০

সেই সঙ্গে রয়েছে বিদেশী অ্যাপগুলির পাশাপাশি স্বদেশী প্রযুক্তিতে তৈরি হওয়া জোহ, ম্যাপেল-সহ অন্যান্য অ্যাপের ছবি।

১০ ১০

বিদেশের সমস্ত অ্যাপগুলিকে বর্জন করে স্বদেশের অ্যাপগুলি গ্রহণ করা হোক, এটাই বার্তা এই পুজো কমিটির। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement