Barasat Kali Puja

অর্ধ আকাশের আর্তনাদে জেগে উঠেছে বারাসাত, শতদল সংঘে নারী শক্তির বন্দনা

থিমে প্রতিবাদের সুর, মেলায় আনন্দের ঢেউ — বারাসতের শতদল সংঘে কালীপুজোয় জমজমাট আয়োজন

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৫ ২০:৩৯
Share:
০১ ১০

বারাসত মানেই আলোর উৎসব, বারাসত মানেই কালী উদ্‌যাপন। সারা বছর ধরে এই শহরের শ্যামাপুজোর দিকেই তাকিয়ে থাকে গোটা বাংলা।

০২ ১০

আলো ঝলমলে বারাসতের কালীপুজোর ভিড় প্রতি বছরই বুঝিয়ে দেয়, এই উৎসবের টান কত গভীর। এই বছরও তার ব্যতিক্রম হয়নি।

Advertisement
০৩ ১০

শহর থেকে দূরে হলেও, টাকি রোডের ঠিক উপরেই থাকা বারাসতের শতদল সংঘের আকর্ষণ এক বিন্দুও কম ছিল না।

০৪ ১০

এই বছর এই সংঘ পা দিয়েছিল তাদের ৫৭তম বর্ষে। এত বছরের পথ চলায় প্রতি বছরই নতুন বার্তা নিয়ে আসে শতদল।

০৫ ১০

২০২৫ সালের কালীপুজোয় তাদের নিবেদন ছিল এক গভীর ভাবনা। থিম ছিল 'অর্ধ আকাশের আর্তনাদ'— নারীর না বলা কথা, জীবনের যন্ত্রণা আর শক্তির জয়কে ফুটিয়ে তোলা হয়েছিল সেখানে।

০৬ ১০

পূর্ব মেদিনীপুরের শিল্পী রঘুনাথ জানার হাতে মণ্ডপ জুড়ে যেন কথা বলছিল সেই আর্তনাদ।

০৭ ১০

শুধু মাত্র প্রতিমা বা মণ্ডপের জৌলুসে নয়, শতদল সংঘের কালীপুজোর বিখ্যাত মেলাটিও দর্শনার্থীদের কাছে এক বিরাট আকর্ষণ।

০৮ ১০

মণ্ডপের পাশেই এই উপলক্ষে বসে এই সুবিশাল মেলা। দূর দূর থেকে মানুষ আসেন এই মণ্ডপের প্রতিমার দর্শন করতে এবং মেলায় আনন্দ করতে।

০৯ ১০

কালীপুজোর রাত থেকে যে জনস্রোত শুরু হয়, তা চলতে থাকে পরের কয়েকটি দিনও।

১০ ১০

ছোটদের কোলাহল, বড়দের জটলা, আর মণ্ডপে দেবীর সামনে দাঁড়িয়ে জীবনের সব অন্ধকার দূর করার প্রার্থনা— সব মিলিয়ে শতদল সংঘের পুজো যেন বারাসতের শ্যামা-উৎসবের এক পরিপূর্ণ ছবি। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement