Berhampore Durga Puja

স্বয়ং মহামায়াই যেন দেশমাতৃকা, তাঁর দুই কন্যা রূপে ভারতের দুই সোনার মেয়েকে কুর্নিশ!

পুজোমণ্ডপে এলে দেখা মিলবে মহিষাসুররূপী পাক সেনাপ্রধানের!

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৫ ১৬:০২
Share:

সংগৃহীত চিত্র।

পুজোমণ্ডপ থেকে শুরু করে প্রতিমা - সবেতেই এ বার নজর কেড়েছে বহরমপুরের চুনাখালি সার্বজনীন পুজো কমিটির আয়োজন। এটি তাদের ৪৮তম বর্ষের পুজো। এ বার তাদের পুজোমণ্ডপ গড়ে তোলা হয়েছে কাশীর বিশ্বনাথ মন্দিরের অনুকরণে। থিমের নামও দেওয়া হয়েছে - 'বেনারসের বিশ্বনাথ মন্দির'।

Advertisement

তবে, এই পুজো নিয়ে চর্চার প্রধান কারণ হল - প্রতিমা। যার মৃণ্ময়ী রূপে ফুটে উঠেছে পহেলগাঁও জঙ্গি হামলার কড়া জবাব - ‘অপারেশন সিঁদুর’! এখানে দেবী দুর্গার দু'পাশে লক্ষ্মী ও সরস্বতীর যে মূর্তি গড়া হয়েছে, তাতে রয়েছে দেশমাতৃকার দুই সুযোগ্য কন্যা তথা ভারতীয় সেনাবাহিনী এবং ভারতীয় বায়ুসেনার দুই যোগ্য আধিকারিক কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ব্যোমিকা সিংয়ের মুখের আদল!

সংগৃহীত চিত্র।

অন্য দিকে, এখানে দশভুজা যে মহিষাসুরকে বধ করছেন, সেই অসুরের উপস্থাপনায় স্পষ্ট হয়ে উঠেছে পাক সেনাপ্রধান আসিম মুনিরের অবয়ব! এখানে মহামায়া স্বয়ং যেন ভারত মাতা হিসাবে মর্ত্যে আগমন করেছেন এবং তাঁর অস্ত্রের আঘাতে নিপাত গিয়েছে দেশের এক ঘোরতর শত্রু!

Advertisement

উদ্যোক্তাদের এই আয়োজন নিঃসন্দেহে আমজনতার ভালো লেগেছে। তাঁদের মতে, শারদোৎসবের আয়োজনে এমন উপস্থাপনা আদতে ভারতীয় সেনা, বায়ুসেনা-সহ সমস্ত নিরাপত্তাবাহিনী এবং সামগ্রিক ভাবে দেশের নারীশক্তিকে কুর্নিশ জানিয়েছে।

পুজোর একে বারে শুরু থেকেই এখানকার কাজ নিয়ে মানুষের মধ্যে আলোচনা শুরু হয়েছে। ফলত, প্রতিদিনই দর্শনার্থীদের ভিড় উপচে পড়ছে।

‘আনন্দ উৎসব ২০২৫’-এর সাফল্যের নেপথ্যে রয়েছেন একাধিক সহযোগী। প্রেজ়েন্টিং পার্টনার ‘মারুতি সুজ়ুকি অ্যারেনা’। অন্যান্য সহযোগীরা হলেন ওয়েডিং পার্টনার ‘এবিপি ওয়ানস্টপ ওয়েডিং’, ফ্যাশন পার্টনার ‘কসমো বাজ়ার’, নলেজ পার্টনার ‘টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি’, ব্যাঙ্কিং পার্টনার ‘ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’, কমফোর্ট পার্টনার ‘কার্লন’।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement