Jagadhatri Puja 2025

মিষ্টি দুর্গা-কালীর পর এ বার ‘কিউট’ জগদ্ধাত্রীর পালা! জানেন কলকাতার কোথায় হয়েছে এই প্রতিমা?

চলতি বছরের ট্রেন্ড ‘কিউট’ প্রতিমা। দুর্গাপুজো থেকে শুরু হয়েছে। একাধিক জায়গায় মিষ্টি পুতুল পুতুল মুখের দুর্গা প্রতিমা হয়েছিল।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ১৬:০৫
Share:

সংগৃহীত চিত্র।

চলতি বছরের ট্রেন্ড ‘কিউট’ প্রতিমা। দুর্গাপুজো থেকে শুরু হয়েছে। একাধিক জায়গায় মিষ্টি পুতুল পুতুল মুখের দুর্গা প্রতিমা হয়েছিল। কালীপুজোর সময়েও একাধিক জায়গায় এই মিষ্টিমুখের প্রতিমা দেখা গিয়েছে। জগদ্ধাত্রী পুজোর ক্ষেত্রেও তার অন্যথা হল না। এই পুতুলের মতো মিষ্টি মুখের মাতৃ প্রতিমা হয়েছে কলকাতারই এক জগদ্ধাত্রী পুজোয়।

Advertisement

অতুল শূর রোড পল্লীবাসীবৃন্দ ক্লাবের জগদ্ধাত্রী পুজোয় এই প্রতিমা হয়েছে। তাদের এই বছরের থিমই হল ‘কিউট জগদ্ধাত্রী’। ট্যাংরার কাছে অবস্থিত এই ক্লাব গত ১৬ বছর ধরে জগদ্ধাত্রী পুজোর আয়োজন করে আসছে। এই বছরও তার অন্যথা হয়নি।

চলতি বছরের জগদ্ধাত্রী পুজোর বিসর্জন হবে আগামী ২ নভেম্বর। এই মণ্ডপের জগদ্ধাত্রী প্রতিমাই যে কেবল মিষ্টি সেটা নয়, সিংহকেও কিউট বানানো হয়েছে দেবী মূর্তির সঙ্গে মিল রেখে।

Advertisement

অতুল শূর রোড পল্লীবাসীবৃন্দ ক্লাবের জগদ্ধাত্রী পুজো ২০০৯ সালে শুরু হয়েছে। এটি ট্যাংরা অঞ্চলের অন্যতম জগদ্ধাত্রী পুজো। এই প্রতিমার পরনে রয়েছে লাল শাড়ি। সঙ্গে রয়েছে সোনালি গয়না। দেবীর হাতের অস্ত্রও সোনালি। কেবল দেবী নন, তাঁর বাহনের মাথাতেও রয়েছে সোনালি মুকুট।

ফলে এই মিষ্টি জগদ্ধাত্রী ঠাকুর দেখতে চাইলে ট্যাংরার অতুল শূর রোড পল্লীবাসীবৃন্দ ক্লাবে আসতে হবে।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement