Viswakarma Puja

অটুট ২৫ বছরের রীতি, চলন্ত ট্রেনেই বিশ্বকর্মার আরাধনা! কোথায় ঘটে এই অদ্ভুত ঘটনা?

চলন্ত ট্রেনের মধ্যেই নিষ্ঠা ভরে মন্ত্র পড়ে পুজো করছেন পুরোহিত! কোথায় ঘটে এমন আজব বিশ্বকর্মা পুজো?

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৬:১৬
Share:

সংগৃহীত চিত্র।

১৭ সেপ্টেম্বর, ভাদ্র সংক্রান্তির দিন বাংলার ঘরে ঘরে পুজো পান দেব শিল্পী বিশ্বকর্মা। বরাহ পুরাণ মতে ব্রহ্মা বিশ্বকর্মাকে তৈরি করেছিলেন ত্রিভুবন নির্মাণের পরিকল্পনাগুলি বাস্তবায়ন করার জন্য। কথিত আছে রাবণের সোনার লঙ্কা থেকে দ্বারকা, পুরীর জগন্নাথ মন্দির সহ একাধিক জিনিস নির্মাণ করেছিলেন তিনি। তাই ভাদ্র সংক্রান্তির দিন সমস্ত কলকারখানা থেকে অফিস, গাড়ির দোকান, ইত্যাদিতে পুজো পান দেব শিল্পী। কিন্তু তাই বলে চলন্ত ট্রেনেও সাড়ম্বরে চলে তাঁর পুজো!

Advertisement

গত ২৫ বছর ধরে চলন্ত ট্রেনেই বিশ্বকর্মার পুজো করে আসছেন নিত্য যাত্রীরা। ফুল, মালা, কলাগাছ দিয়ে সাজানো হয় ট্রেন। নির্দিষ্ট কামরায় রাখা হয় দেব মূর্তি। তারপর নিয়ম রীতি মেনে ঘট স্থাপন করে বেশ ধুমধাম করেই পুজো করা হয়।

শুধুই কি তাই? ঢাক ঢোল বাজিয়ে প্ল্যাটফর্মে চলে জমজমাট উদ্‌যাপন। চলে নাচ গান। ভোগ বিতরণও করা হয়ে থাকে। এমনকী ট্রেনের মধ্যেও গান বাজনা, ঢাক ঢোলের আয়োজন থাকে।

Advertisement

দেখেছেন, কোন ট্রেনে এমন অবাক করা ঘটনা ঘটে সেটাই বলা হল না। চলন্ত কাটোয়া লোকালে এ ভাবেই পুজো পান বিশ্বকর্মা। সকাল ৮:৪৮ এর কাটোয়া লোকালে এই পুজো করেন নিত্য যাত্রীরা। গত ২৫ বছরে এ ভাবেই পুজো করে আসছেন বলে জানান এক নিত্যযাত্রী প্রশান্ত রায়।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement