Vishwakarma Puja in Durgapur

কলকাতার যদি দুর্গাপুজো হয়, তবে এই জায়গার বিশ্বকর্মা! কোথায় হাজারে হাজারে তাঁর পুজো হয় জানেন?

কলকাতার দুর্গাপুজো যদি বিখ্যাত হয়, তবে এই জায়গার বিশ্বকর্মা পুজো। জানেন সেই জায়গাটি কোথায়?

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১২:০৩
Share:

প্রতীকী চিত্র

বিশ্বকর্মা পুজো এসে যাওয়া মানেই যেন উৎসবের মরসুম শুরু হয়ে যাওয়া। এর পরই এক এক করে আসবে দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালীপুজো, ভাইফোঁটা, কার্তিকপুজো, জগদ্ধাত্রীপুজো...। কিন্তু জানেন কি খোদ বাংলার বুকে এমন একটা জায়গা আছে যেখানে হাজার হাজার বিশ্বকর্মা পুজো হয়? হ্যাঁ, একদমই তাই। কলকাতা যদি দুর্গাপুজোর সমার্থক হয়, তবে এই জায়গাটি নিঃসন্দেহে বিশ্বকর্মার। ভাবছেন কোন জায়গা সেটি? দুর্গাপুরে।

Advertisement

দুর্গাপুর আদ্যোপান্ত একটি শিল্পাঞ্চল। একাধিক কলকারখানা, খনি রয়েছে এখানে। আর সেই কারণেই দুর্গাপুরের এই খনি এবং শিল্পাঞ্চলে দারুণ আড়ম্বর করে পালিত হয় বিশ্বকর্মা পুজো।

আজ বিশ্বকর্মা পুজো। আর সেই কারণেই গত কয়েক দিন ধরে এই শিল্পাঞ্চলের মৃৎশিল্পীদের ব্যস্ততা তুঙ্গে ছিল। তাঁদের সঙ্গে হাত মেলান তাঁদের বাড়ির মেয়ে-বউরাও। তাঁরাই শিল্পীদের হাতে হাত মিলিয়ে বিশ্বকর্মার সাজসজ্জা বানিয়ে দেন। ১৭ সেপ্টেম্বর দুর্গাপুরের অলিগলি দেব শিল্পীর আরাধনায় মেতে উঠেছে।

Advertisement

তথ্য অনুযায়ী দুর্গাপুরে প্রায় কয়েক হাজার বিশ্বকর্মা পুজো হয়। ফলে স্বাভাবিক ভাবেই বাংলার অন্য সমস্ত জেলার তুলনায় বর্ধমানের দুর্গাপুর দেব শিল্পীর আরাধনায় অনেকটাই এগিয়ে থাকে।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement