প্রতীকী চিত্র।
কলকাতা ও সংলগ্ন এলাকার বারোয়ারি দুর্গাপুজোগুলির অন্যতম দমদম পার্ক ভারতচক্র-এর পুজো। এ বার তাদের পুজোর ২৫ বছর। রজত জয়ন্তী উপলক্ষে থিম ভাবনায় থাকছে চমক।
পুজোর থিম:
ইতিমধ্যেই ২৫তম বর্ষের পুজোর থিম প্রকাশ্যে এনেছেন দমদম পার্ক ভারতচক্র পুজো কমিটি কর্তৃপক্ষ। তা হল - 'তন্মাত্র' (দ্য অরা)!
পুজোর আয়োজকদের ব্যাখ্যা, দেবীর চার পাশে তাঁর তন্মাত্র সদা বিরাজমান হলেও তাকে খালি চোখে দেখা সম্ভব নয়। কেবলমাত্র গভীর অনুভূতির সাহায্যেই সেই শক্তিক্ষেত্রের অস্তিত্ব উপলব্ধি করা যায়।
থিম ভাবনা থেকেই স্পষ্ট, এ বারও দর্শনার্থীদের চমকে দিতে প্রস্তুত পুজোর উদ্যোক্তা এবং আয়োজকেরা। তাঁদের দাবি, এই থিম ভাবনা দশভূজার ভক্ত এবং মণ্ডপ দর্শন করতে আসা লক্ষ লক্ষ মানুষকে তাঁদের দৃশ্যমান সীমার বাইরে থাকা অদেখা ঐশ্বরিক ঐশ্বর্য্যের অনুভূতির উপলব্ধি করাবে!
রূপকার:
থিম ভাবনার নেপথ্যে রয়েছেন শ্রী সুশান্ত শিবাণী পাল। সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে এই থিম প্রসঙ্গে তিনি বলেন, "এখানে আমি চেষ্টা করেছি, সেই অদৃশ্য অথচ গভীর ভাবে অনুভূতিযোগ্য শক্তিক্ষেত্র - আভাকে অন্বেষণ করতে, যা দেবীকে ঘিরে রাখে!"
উদ্যোক্তাদের বার্তা:
এই পুজোর দায়িত্বে থাকা ব্যক্তিদের বক্তব্য, দমদম পার্ক ভারতচক্রের পুজো আগাগোড়া দর্শকদের জন্য ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে ভক্তি ও শিল্পের মেলবন্ধন ঘটিয়েছে। এ বছরও সেই আন্তরিকতার কোনও ব্যতিক্রম হবে না। তাঁদের মতে, তন্মাত্র কেবল একটি থিম নয়, এটি তাঁদের সম্মিলিত যাত্রার প্রতি শ্রদ্ধার্ঘ্য। যেখানে ভক্তি, শিল্প ও আত্মিক শক্তির একত্রীকরণ ঘটেছে।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।