Kolkata Theme Puja Pandal

সুবিচারের আশায় ঈশ্বরের আদালতে 'আর্জি'! থিম ভাবনায় অনবদ্য বাদামতলা আষাঢ় সংঘ

দুর্গাপুজোর মণ্ডপটি সাজিয়ে তোলা হচ্ছে আদালতের অনুকরণে।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৯:২৯
Share:

সংগৃহীত চিত্র।

প্রতি বছরের মতো এ বারও দুর্গাপুজোর থিম ভাবনায় দর্শনার্থীদের চমক দিতে তৈরি হচ্ছে দক্ষিণ কলকাতার কালীঘাট এলাকার বাদামতলা আষাঢ় সংঘ দুর্গোৎসব কমিটি। এ বার তাদের পুজোর বয়স হচ্ছে ৮৭ বছর। সেই অর্থে শহর কলকাতার অন্যতম প্রাচীন বারোয়ারি পুজোগুলির মধ্যে এটি অন্যতম।

Advertisement

এ বার তাদের পুজোর থিম - 'আর্জি' (দ্য প্রেয়ার)। উদ্যোক্তাদের ব্যাখ্যা, সাধারণ মানুষ সুবিচার পেতে আজও ভরসা রাখেন দেশের আদালত ও বিচার ব্যবস্থার উপর। কিন্তু, যদি কোনও ভাবে তাঁরা সেখানে নিজেদের 'আর্জি' পেশ করতে অসমর্থ হন, বা তাঁদের মতানুসারে সুবিচার পেতে ব্যর্থ হন, তখন তাঁরা দ্বারস্থ হন সর্বশক্তিমান ঈশ্বরের। বিচারপ্রার্থী বিশ্বাস করেন, ঈশ্বর বা ভগবানের আদালতে তিনি এক দিন না এক দিন সুবিচার পাবেনই!

সেই ভাবনা থেকেই এ বারের পুজো মণ্ডপ আদালতের অনুকরণে গড়ে তোলা হচ্ছে। সেখানে রয়েছেন আইনের দেবী, রয়েছে প্রতীকী কাঠগড়া। এই অনবদ্য থিম ভাবনার নেপথ্যে রয়েছেন শিল্পী সোমনাথ দলুই। পুজোর প্রতিমা নির্মাণের দায়িত্ব যিনি নিজের কাঁধে তুলে নিয়েছেন, তিনি হলেন শিল্পী পল্লব জানা।

Advertisement

এ ছাড়াও এ বারের পুজো মণ্ডপে আবহ সঙ্গীতের বিশেষ গুরুত্ব থাকছে। যত্ন সহকারে সেই সুর নির্মাণ করেছেন দেবদীপ মুখোপাধ্যায়। সেই সঙ্গে, প্রতি বারের মতোই এ বছরও বাদামতলা আষাঢ় সংঘ কর্তৃপক্ষ আলোকসজ্জার উপর বাড়তি নজর দিচ্ছে। সেই কাজটি সম্পন্ন করছেন আলোক শিল্পী প্রবাল বসু।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement