Kolkata Theme Puja

মণ্ডপ সজ্জা না করুণ বাস্তবতা? নারীর অত্যাচারের ‘দহন’-এর গল্প বুনছে দক্ষিণদারী ইউথ

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫ ২০:২৮
Share:
০১ ১০

১। অভিনব সুন্দর মণ্ডপ সজ্জা। চারিদিকের কারুকার্য এবং দেওয়ালে অঙ্কিত চিত্র থেকে যেন চোখে ফেরানো দায়। কিন্তু…

০২ ১০

২। মণ্ডপ সজ্জার অপূর্ব চেহারার একটি অংশকে রাখা হয়েছে ঢেকে।

Advertisement
০৩ ১০

৩। প্যাণ্ডেলে ঢুকে প্রশ্ন আসতেই পারে এমনটা কেন?

০৪ ১০

৪। ঠিক এমন ভাবেই তো নিজেদের চেহারা ঢেকে রাখতে বাধ্য হন অ্যাসিড আক্রান্ত মহিলারা।

০৫ ১০

৫। প্রতি নিয়ত এই মর্মান্তিক ঘটনার শিকার হচ্ছেন হাজার হাজার নারী।

০৬ ১০

৬। এর প্রতিবাদেরই ভাষা ফুটিয়ে তুলেছেন শিল্পী অনির্বাণ দাস।

০৭ ১০

৭। ২৫তম বর্ষে দক্ষিণদারী ইউথ দুর্গাপুজোর ভাবনা ‘দহন’।

০৮ ১০

৮। মণ্ডপের বাইরে দেওয়ার চিত্রের প্রতিটা অংশেই ধরা পড়বে সেই প্রতিবাদের সুর।

০৯ ১০

৯। এখন প্রশ্ন হল, এই ‘ভাবনা’ আসলেই কতটা ভাবাবে মানুষকে?

১০ ১০

১০।অপেক্ষা পুজো মণ্ডপ উদ্বোধনের। ( এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ। )

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement