১। প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্কের সমীকরণ যেমনই হোক না কেন, এই সম্পর্ক আজকের নয়, বরং আজীবন কাল ধরে বিবর্তনের মধ্য দিয়েই এগিয়ে চলেছে তা।
২। এই ভাবনাকে মাথায় রেখেই এই বছর ‘কেষ্টপুর প্রফুল্ল কানন’-এর বিষয়বস্তু ‘বিন্যাস’।
৩। ভাবনায় শিল্পী কৃষাণু পাল।
৪। চলতি বছর ২৩তম বর্ষে পা দিতে চলেছে এই দুর্গাপুজো।
৫। চলছে মণ্ডপসজ্জার শেষ মুহুর্তের প্রস্তুতি।
৬। বিষয়বস্তুর সঙ্গে সামঞ্জস্য রাখতেই এক টুকরো প্রকৃতিকেই যেন ফুটিয়ে তোলা হয়েছে গোটা মণ্ডপ জুড়ে।
৭। মণ্ডপে ঢুকে খানিক চোখ বোলালেই বোঝা যাবে কোনও কৃত্রিম বস্তু অথবা রঙের ব্যবহার নয়।
৮। একে বারে প্রাকৃতিক সামগ্রীকেই ব্যবহার করে হয়েছে অন্দর সজ্জার কাজে।
৯। মাটি থেকে শুরু করে ইট ও বাঁশ, কারুকার্য থেকে যেন চোখ ফেরানো দায়।
১০। আর এই সবের মাঝেই বসে রয়েছেন দেবী। কেবল চক্ষুদানের অপেক্ষা। ( এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ। )