কালী মূর্তি অনেক সময়ই ভয়াল দর্শন। কিন্তু এ যেন একে বারেই আলাদা সবার থেকে। দারুণ ভয়ানক। এই কালীর চার হাত নেই। আছে দুর্গার মতো ১০ হাত। তবে বিষয়টা কেবল ততটুকু নয়।
এই কালী মূর্তির পা এবং মাথাও ১০টি করে!
ভাবছেন কোথায় এই কালী মূর্তি পূজিত হয়? মালদার ইংরেজবাজারে।
এই কালীর আরও এক বিশেষত্ব হল তাঁর নিচে শিব শায়িত নেই। বরং রয়েছে অসুরের কাটা মুন্ডু।
দেবীর ১০ সুসজ্জিত বিভিন্ন ধরনের অস্ত্রে।
অমাবস্যায় নয়, বরং চতুর্দশীতে পুজো পান এই দেবী।
রাতে নয়, চতুর্দশীর সকালে পূজিত হন তিনি।
ইংরেজবাজার ব্যায়াম সমিতির এই পুজো বর্তমানে শহরের গঙ্গাবাগ মাঠে অনুষ্ঠিত হয়।
পাঁঠা বলির রক্ত উৎসর্গ করে শুরু হয় দেবীর পুজো।
বলি শেষে দেবীকে দেওয়া হয় শোল মাছের টক।
চলতি বছরে ৯৬ বছরে পা দেবে এই কালী পুজো।
কালীপুজোয় এক বার যাবেন নাকি এই পুজো দেখতে? (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।