থিমের দৌড়ে কলকাতার তাবড় দুর্গোৎসব কমিটিগুলিকে জোর টক্কর দিচ্ছে হাওড়ার বিজয় সম্মিলনীর এ বারের পুজো।
এটা এই পুজোর ১৪তম বছর। রাজ্য প্রশসানের শীর্ষ কার্যালয় ভবন - নবান্ন- এর খুব কাছেই আয়োজিত এই বারোয়ারি উৎসবের এ বারের থিম 'মাটি'।
মানুষের সঙ্গে মাটির সম্পর্ক যে কতটা নিবিড়, সেটাই ফুটে উঠেছে পুজো উদ্যোক্তাদের থিম ভাবনায়।
যে পুজোমণ্ডপ নির্মাণ করা হয়েছে, তার নাম দেওয়া হয়েছে - 'পোড়া মাটির হাট'
একই সঙ্গে, দর্শনার্থীদের উদ্দেশে বার্তা দেওয়া হয়েছে - 'মাটি থেকেই মোদের সৃষ্টি, থাকুক সকলের মাটিতেই দৃষ্টি!'
যে ভাবে মাটির বাড়ি, ঘর, দোকান প্রভৃতি নির্মাণ করা হয়, মাটির প্রতিমা তৈরি করা হয়ে, একে বারে সেই পদ্ধতিতেই গোটা পুজোমণ্ডপ গড়ে তোলা হয়েছে।
মণ্ডপ নির্মাণ করতে মূলত মাটি ও খড় ব্যবহার করা হয়েছে। সেইসঙ্গে, প্রয়োজন মতো বাঁশ ও কাঠ নিয়েও কাজ করা হয়েছে।
গ্রামাঞ্চলের মাটির তৈরি দোকান, গৃহস্থের আবাস্থল প্রভৃতি মণ্ডপসজ্জায় জায়গা করে নিয়েছে।
সেই সজ্জায় দেখা যাবে মাটির তৈরি নানা মূর্তিও। যার মধ্যে অন্যতম - চা বিক্রেতা, মৃৎশিল্পী প্রভৃতি। মাটির বাসনবোঝাই গাড়িও দেখা যাবে মণ্ডপ চত্বরে।
স্বয়ং দেবী দুর্গা ও তাঁর চার সন্তানকেও গ্রাম্য বাঙালি পরিবারের সদস্য হিসাবে উপস্থাপিত করা হয়েছে। যেখানে মাতৃরূপী অন্নপূর্ণার দর্শন পাওয়া যাবে। ‘আনন্দ উৎসব ২০২৫’-এর সাফল্যের নেপথ্যে রয়েছেন একাধিক সহযোগী। প্রেজ়েন্টিং পার্টনার ‘মারুতি সুজ়ুকি অ্যারেনা’। অন্যান্য সহযোগীরা হলেন ওয়েডিং পার্টনার ‘এবিপি ওয়ানস্টপ ওয়েডিং’, ফ্যাশন পার্টনার ‘কসমো বাজ়ার’, নলেজ পার্টনার ‘টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি’, ব্যাঙ্কিং পার্টনার ‘ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’, কমফোর্ট পার্টনার ‘কার্লন’। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)