Italghata Milan Sangha kali puja

দেবীর আরাধনার সঙ্গে ক্লাবেরও হীরক জয়ন্তী! ৭৫তম বর্ষে ইটালঘাটা মিলন সঙ্ঘ

৭৫ তম বর্ষে টালিগঞ্জের ইটালঘাটা মিলন সঙ্ঘ।

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৫ ২০:৫৬
Share:
০১ ১০

এক কথায় যাকে বলে হীরক জয়ন্তী।

০২ ১০

এক সঙ্গে ক্লাবেরও এবং দেবীর আরাধনারও।

Advertisement
০৩ ১০

৭৫ তম বর্ষে টালিগঞ্জের ইটালঘাটা মিলন সঙ্ঘ।

০৪ ১০

শ্যামবর্ণ রূপ, শিবের উপর অধিষ্ঠিত দেবী।

০৫ ১০

লাল বেনারসি ও অলঙ্কারে সুসজ্জিত বিগ্রহের থেকে যেন চোখ ফেরানো যায়।

০৬ ১০

গত ১৯ অক্টোবরই উদ্বোধন হয়েছে পুজোর।

০৭ ১০

আর এই একই দিনেই ছিল ক্লাব প্রতিষ্ঠার বর্ষপূর্তির উদ্‌যাপন।

০৮ ১০

তবে চমকের এখানেই শেষ নেই।

০৯ ১০

আগামী ২২ অক্টোবর থাকছে বিশেষ অনুষ্ঠান ও শিল্পীদের নিয়ে জমজমাট সন্ধ্যা

১০ ১০

ইতিমধ্যেই দেবীকে দেখতে মণ্ডপ চত্বরে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement