এক কথায় যাকে বলে হীরক জয়ন্তী।
এক সঙ্গে ক্লাবেরও এবং দেবীর আরাধনারও।
৭৫ তম বর্ষে টালিগঞ্জের ইটালঘাটা মিলন সঙ্ঘ।
শ্যামবর্ণ রূপ, শিবের উপর অধিষ্ঠিত দেবী।
লাল বেনারসি ও অলঙ্কারে সুসজ্জিত বিগ্রহের থেকে যেন চোখ ফেরানো যায়।
গত ১৯ অক্টোবরই উদ্বোধন হয়েছে পুজোর।
আর এই একই দিনেই ছিল ক্লাব প্রতিষ্ঠার বর্ষপূর্তির উদ্যাপন।
তবে চমকের এখানেই শেষ নেই।
আগামী ২২ অক্টোবর থাকছে বিশেষ অনুষ্ঠান ও শিল্পীদের নিয়ে জমজমাট সন্ধ্যা
ইতিমধ্যেই দেবীকে দেখতে মণ্ডপ চত্বরে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)