Krishnanagar Raypara Malipara Jagadhatri Puja 2025

রাজবাড়ির আদলে ‘হানা বাড়ি’, কৃষ্ণনগরে রায়পাড়া মালিপাড়ার চমক

কৃষ্ণনগরের রায়পাড়া মালিপাড়া বারোয়ারীর মণ্ডপে ঢুকলে গায়ে কাঁটা দেবে। মনে হবে যেন ৩০০ বছর পিছনে হাঁটা দিয়েছে সময়। রাজবাড়ির চেনা পথে এ কোন অচেনা ভূতের আনাগোনা?

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ১৩:০০
Share:

সংগৃহীত চিত্র

পুজো মানেই তো নতুন কিছু দেখার উত্তেজনা! চেনা ছকে বাঁকা পথে হেঁটে চমকে দেওয়ার সাহস। এ বার সেই চমকের বারুদ নিয়ে হাজির হয়েছে কৃষ্ণনগরের রায়পাড়া মালিপাড়া বারোয়ারী। রাজবাড়ির শহর, তাই থিমে রাজবাড়ির ছায়া থাকা অস্বাভাবিক নয়। কিন্তু এ কী! কৃষ্ণনগর রাজবাড়ীর কাছেই তৈরি হওয়া এই মণ্ডপটি বাইরে থেকে দেখলে তাকে মণ্ডপ বলে ঠাহর করা কঠিন। রাজবাড়ির থিম এখানে অন্য রূপে ধরা দিয়েছে – সেজে উঠেছে 'হানা বাড়ি'র বেশে।

Advertisement

মণ্ডপ দেখতে এসে দর্শকরা থমকে দাঁড়িয়েছেন। কারিগরদের নৈপুণ্য এতটাই নিখুঁত যে, মণ্ডপটির সঙ্গে আশপাশের পুরনো বাড়িগুলির, এমনকি রঙেরও দারুণ সামঞ্জস্য রাখা হয়েছে। এক লহমায় মণ্ডপের কাঠামোটি দেখে মনে হয় না যে এটি সম্প্রতি তৈরি হওয়া কোনও প্যান্ডেল। বরং মনে হবে বহু পুরনো, পরিত্যক্ত কোনও বাড়ি মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে বুঝি! শিল্পীর হাতের ছোঁয়ায় যেন সময় থমকে গিয়েছে প্রায় ৩০০-৪০০ বছর আগে!

মহারাজা কৃষ্ণচন্দ্রের ঐতিহ্যের কৃষ্ণনগরে এ কেমন নতুন লীলাখেলা! ভিতরে ঢুকলে গা ছমছমে অনুভূতি। রাজবাড়ির গাম্ভীর্য নয়, এখানে মিশেছে এক ভুতুড়ে আমেজ। চার দিকে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে কঙ্কালের মডেল। এক লহমায় মনে হবে যেন কোনও গল্পের পাতা থেকে উঠে আসা রাজবাড়ির অলিন্দ, যেখানে প্রাণের স্পন্দন থেমে গিয়ে শুধুই রহস্যের আনাগোনা। উৎসবের হাসিখুশি আবহের মাঝে এমন হাড়হিম করা অভিজ্ঞতা তৈরি হয়েছে রায়পাড়া মালিপাড়ায়। রসবোধ আর বিনোদনের এই অনবদ্য বুনন দেখতে পেলে মন ভরে উঠবে বৈকি! তবে সাবধান! ভূতের বাড়ি বলে কথা! একা ঢুকবেন না যেন!

Advertisement

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement