Rishra Jagadhatri Puja

চন্দননগরের শেষ যেখানে, সেখান থেকেই শুরু রিষড়ার জগদ্ধাত্রী পুজো! কবে থেকে পুজো শুরু, বিসর্জনই বা কবে?

চন্দননগর এবং কৃষ্ণনগর, এই দুই শহরে এক এক করে বাতি নিভে আসে, দেবী বিদায় নেন তখন সাড়ম্বরে তাঁরই পুজো হয় রিষড়ায়।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ১০:৫৯
Share:

প্রতীকী চিত্র।

দুর্গাপুজো, কালীপুজো শেষের পর বাঙালির মন জুড়ে যখন বিষাদের রেশ, তখনই খানিক আলোর আনন্দ নিয়ে আসে জগদ্ধাত্রী। বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে এই দেবীর পুজো হলেও চন্দননগর এবং কৃষ্ণনগর এক আলাদা রকম আমেজে মেতে ওঠে। কিন্তু জানেন কি যখন এই দুই শহরে এক এক করে বাতি নিভে আসে, দেবী বিদায় নেন তখন সাড়ম্বরে তাঁরই পুজো হয় রিষড়ায়। হ্যাঁ, কৃষ্ণনগর, চন্দননগরের জগদ্ধাত্রী পুজো শেষ হয় যেখানে সেখানেই শুরু হয় রিষড়ার জগদ্ধাত্রী পুজো। এই বছর কবে থেকে এখানে পুজো শুরু হবে, কবেই বা বিসর্জন জেনে নিন।

Advertisement

অনেকেই জানেন না যে রিষড়ার জগদ্ধাত্রী পুজো বাকি গোটা রাজ্যের সঙ্গে একই সময় পালিত হয় না। বরং কিছু দিন পর থেকে শুরু হয় এর উদ্‌যাপন, চলে বেশ কয়েক দিন ধরে। ৩০ অক্টোবর অর্থাৎ নবমীর দিন রিষড়ার জগদ্ধাত্রী পুজোর প্রথম দিন। এ দিন থেকে ৪ নভেম্বর অর্থাৎ চতুর্দশীর দিন পর্যন্ত চলবে এই পুজো। ৪ নভেম্বরেই এখানকার সমস্ত পুজোর বিসর্জন এবং শোভাযাত্রা হবে। মোট ৬ দিন ধরে চলে রিষড়ার জগদ্ধাত্রী পুজো। এখানেও বিভিন্ন থিম যেমন দেখা যায়, তেমনই ডাকের সাজের সাবেক প্রতিমাও নজর কাড়ে। ফলে জগদ্ধাত্রী বা কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো যদিও বা মিস করে থাকেন আগামী সপ্তাহান্তে চলে যেতে পারেন রিষড়ায়। সাক্ষ্য থাকতে পারেন সেখানকার জগদ্ধাত্রী পুজোর।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement