সংগৃহীত চিত্র।
সোনার কেল্লা বাঙালির কাছে আবেগ। এ বার রাজস্থানের সেই দুর্গ মাথা তুলে দাঁড়িয়েছে খাস বঙ্গদেশে! আজ্ঞে হ্যাঁ, চন্দননগরের এক জনপ্রিয় জগদ্ধাত্রী পুজোর এ বারের থিম এটাই।
দুর্গাপুজোয় আপনার যদি বেহালা নতুন দলের পুজো মণ্ডপ দেখা না হয়ে থাকে আর জগদ্ধাত্রী পুজোর সময়ে চন্দননগর যাওয়ার পরিকল্পনা করে থাকেন, তা হলে এই মণ্ডপে যেতে ভুলবেন না যেন!
চন্দননগরের উত্তরাঞ্চল সন্তান সঙ্ঘ। সেখানেই এ বারের থিম সোনার কেল্লা। মণ্ডপ সেজে উঠেছে দুর্গের আকারে। যদিও সোনার কেল্লার চেনা চেহারার সঙ্গে এর গঠনের তেমন মিল নেই। তবে রাজস্থানের দুর্গেরই আদলে গড়া মণ্ডপ। প্রদীপের আলোয় সেজে উঠেছে উত্তরাঞ্চল সন্তান সঙ্ঘের সোনার কেল্লা। তারই মধ্যে বিরাজ করছেন দেবী। হলুদ বরণ দেবী গোলাপি শাড়িতে সিংহের পিঠে অধিষ্ঠিত।
তবে মণ্ডপে নয়, আসল চমক হল তার আবহে। সুদূর রাজস্থান থেকে শিল্পীরা এসেছেন। তাঁরা দেবীর সামনে বসে রাজস্থানি লোকগীতি শোনাচ্ছেন। তার মেঠো সুরে সত্যিই মনে হবে যেন মরুভূমির দেশে চলে গিয়েছেন। ফলে চন্দননগর গেলে এই মণ্ডপ মিস না করাই ভাল।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।