Kolkata Kali Puja

‘প্রেত’রাজ্যে দেবীর আরাধনা! দীপাবলিতে কত গোল দেবে বাঘাযতীনের বৃহৎ জোড়া কালী?

কালীপুজোর আগে আলোচনার কেন্দ্রে বাঘাযতীন আনন্দমেলা স্পোর্টিং ক্লাব।

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২৫ ২০:১৯
Share:
০১ ১০

দুর্বল হৃদয়ের ব্যক্তিরা সাবধান! মণ্ডপ দর্শনের আগেই যদি এমন সতর্কবার্তা দেওয়া হয়, তা হলে ভয় কতটা বাড়ে, তা জানা না থাকলেও উত্তেজনার পারদ যে দ্বিগুণ হয়, তা হলফ করেই বলা যায়।

০২ ১০

কালীপুজোর আগে আলোচনার কেন্দ্রে বাঘাযতীন আনন্দমেলা স্পোর্টিং ক্লাব।

Advertisement
০৩ ১০

তাঁদের এই বছরের সুবিশাল জোড়া কালীর দর্শন পেতে মুখিয়ে রয়েছেন দর্শক।

০৪ ১০

চলতি বছর ৫৯তম বর্ষে পা দিল এই পুজো।

০৫ ১০

মণ্ডপ তো নয়, যেন শহরের বুকে আস্ত এক প্রেতরাজ্য!।

০৬ ১০

যে দিকে দু’চোখ যাবে, সেই দিকেই ‘তেনাদের’ উপস্থিতি। ভয় পাবেন না তো?

০৭ ১০

আর তার মাঝেই বিরাজমান রাজস্থান-ঘাটালের জোড়া কালীমূর্তি।

০৮ ১০

শিল্পী উত্তম দে-এর হাতে প্রাণ পেয়েছে সেই বিগ্রহ। উচ্চতা প্রায় ৫৫ ফুট।

০৯ ১০

এই নিয়ে দ্বিতীয় বার এই পুজোর সঙ্গে জড়িত হলেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর গৌরব তপাদার।

১০ ১০

‘প্রেতকথা’ এবং আনন্দমেলা স্পোর্টিং ক্লাবের যৌথ উদ্যোগেই হচ্ছে এই পুজো। জনগণের মধ্যে দারুণ সাড়া ফেলেছে এই পুজো। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement