Kolkata Kali Puja

দেবী কালিকা বিরাজমান ‘শ্রীকৃষ্ণের দ্বারকা’য়! কোন রূপে পূজিত হচ্ছেন তিনি?

চতুর্ভুজা কৃষ্ণের বেশে বাঁশি হাতে কালীর রূপ

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ ১৩:০৩
Share:
০১ ১১

চতুর্ভুজা কৃষ্ণের বেশে বাঁশি হাতে কালীর রূপ অনেকের কাছেই পরিচিত। দেবীর এই ব্যতিক্রমী রূপ নিয়ে নানা কথাই প্রচলিত আছে পুরাণে।

০২ ১১

ফের এক বার কালীপুজোর কৃষ্ণের যোগ। আর এই মেলবন্ধন ঘটিয়েছে বারাসত।

Advertisement
০৩ ১১

না, এখানে দেবীর মূর্তি ভক্তদের চিরপরিচিত-ই। তবে তিনি বিরাজমান শ্রীকৃষ্ণের দ্বারকায়।

০৪ ১১

হ্যাঁ, ঠিকই। কালীপুজোয় থিমের নিরিখে কোনও বারই হতাশ করে না বারাসত।

০৫ ১১

এমনই অভিনব সব ভাবনা এবং থিমের বৈচিত্র যে এ খানে ‘এ বলে আমায় দেখ তো ও বলে আমায়’।

০৬ ১১

তারই মধ্যে নজর কেড়েছে ‘নবপল্লি আমরা সবাই’-এর পুজো।

০৭ ১১

নবমতম বর্ষে তাঁদের ভাবনা ‘শ্রীকৃষ্ণের দ্বারকা’।

০৮ ১১

তথ্য বলছে, এই মণ্ডপের উচ্চতা হবে ১২০ ফুট এবং চওড়ায় ১৭০ ফুট।

০৯ ১১

কৃষ্ণরাজ্যে ইতিমধ্যেই চলছে জোরকদমে কাজ।

১০ ১১

পৌরাণিক আবহ তৈরি করতে তেমন ভাবেই ব্যবস্থা করা হয়েছে বিশেষ আলো এবং মণ্ডপসজ্জার।

১১ ১১

কৃষ্ণলীলার টুকরো টুকরো বহুচিত্রই ফুটে উঠবে এখানে। অপেক্ষা কেবল কালীপুজোর। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement