Kasba Swine Ho Lane Shanti Sangha Jagadhatri Puja 2025

কসবায় ৩০ ফুটের জগদ্ধাত্রী, কলকাতার সবচেয়ে বড় ঠাকুর নিয়ে মাতোয়ারা সুইনহো লেন

সৌম্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের হাতে গড়া ৩০ ফুটের দেবী। মুকুট ছুঁয়েছে ৩৫ ফুট। এ বারও কলকাতার সবথেকে বড় জগদ্ধাত্রী ঠাকুর দেখছে কসবা।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৫ ২১:০৭
Share:

সংগৃহীত চিত্র

শীতের আমেজ পড়তে না পড়তেই শহর কলকাতা আরও এক বার সেজে উঠেছে আলোর মালায়। দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই শুরু হয়ে যায় জগদ্ধাত্রী পুজো। চন্দননগর আর কৃষ্ণনগরের কথা তো পুরনো। কিন্তু তিলোত্তমার বুকে এর চেয়েও বড়সড় আয়োজন দেখতে চাইলে এক বার ঘুরে যেতেই হবে কসবার সুইনহো লেনে। এ শুধু পুজো নয়, এ যেন এক আবেগ, এক ঐতিহ্যের বুনন।

Advertisement

কলকাতার সবথেকে বড় জগদ্ধাত্রী প্রতিমাটি এখানেই। ক্লাবের নাম— সুইনহো লেন শান্তি সঙ্ঘ ও সমাজকল্যাণ পরিষদ। ১৯৬০ সালে যাত্রা শুরু করা এই ক্লাব যেন এ পাড়ার মানুষের হৃদস্পন্দন। এখানকার পুজো মানেই এলাকার মানুষের একাত্ম হওয়া, হাসি-গল্পে মেতে ওঠা। আর প্রতি বছরই তাদের প্রতিমা যেন সবাইকে ছাপিয়ে যায়!

এ বার প্রতিমার উচ্চতা প্রায় ৩০ ফুট! মুকুট সমেত ধরলে যা আনুমানিক ৩৫ ফুট। শিল্পী সৌম্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের তুলির টানে প্রতি বছরই এখানে এক অপূর্ব সৃষ্টি হয়। দেবী যেন স্বমহিমায় বিরাজ করেন। এত বিশাল উচ্চতাতেও প্রতিমার মুখমণ্ডলে এক স্নিগ্ধতা, এক দেবত্বের আভাস।

Advertisement

আরও একটি মজার বিষয় হল, এই ক্লাবের সদস্যরা মোহনবাগান-ভক্ত হিসেবে পরিচিত। পাড়ার পুজোয় তাই যেন সেই আবেগের ছোঁয়াও লেগে থাকে। পাড়ার ছেলে-বুড়ো সবাই মিলেমিশে একাকার। ক্লাবের এই পুজো শুধু উৎসব নয়, এই অঞ্চলে সমাজকল্যাণ আর বন্ধুত্বের এক চমৎকার উদাহরণ।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement