Naihati Boro Maa

বড়মার পুজোর জন্য প্রস্তুত হচ্ছে নৈহাটি, জেনে নিন অঞ্জলি থেকে ভোগ বিতরণের সময়

এই বছর নৈহাটি বড়মায়ের পুজো কবে, কখনই বা অঞ্জলি, জেনে নিন সব।

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৫ ১৮:২৭
Share:
০১ ১২

আগামী ২০ অক্টোবর কালীপুজো। যদিও ২০ অক্টোবর, সোমবার অমাবস্যা লাগছে, চলবে ২১ তারিখ বিকেল পর্যন্ত। এই বছর নৈহাটি বড়মায়ের পুজো কবে, কখনই বা অঞ্জলি, জেনে নিন সব।

০২ ১২

নৈহাটি বড়মা ভীষণই জাগ্রত বলে বিশ্বাস ভক্তদের। প্রতি বছর বিপুল সংখ্যক ভিড় জমান কালীপুজোর সময় এই পুজো দেখতে। এ ছাড়াও রোজ বহু মানুষ দূরদূরান্ত থেকে আসেন এখানে পুজো দিতে।

Advertisement
০৩ ১২

এই বছর কালীপুজোর সময় সেই বড়মার পুজো কখন, অঞ্জলিই বা কখন হবে সব জেনে নেওয়া যাক।

০৪ ১২

নৈহাটি বড়মার পুজো শুরু হবে ২০ অক্টোবর রাত ১২টা থেকে।

০৫ ১২

অঞ্জলি হবে রাত ২টো নাগাদ।

০৬ ১২

ভোর থেকে বিকেল ৬টা পর্যন্ত চলবে দণ্ডি কাটা।

০৭ ১২

বড়মার ভোগ প্রসাদ ২০ অক্টোবর রাত ৩টে থেকে পর দিন সকাল ১০টা পর্যন্ত চলবে।

০৮ ১২

জগবন্ধু মোড়ের কাছে যে পুকুর রয়েছে তার কাছে অবস্থিত সুষমা আবাসনে ভোগ প্রসাদ দেওয়া হবে।

০৯ ১২

অন্য দিকে সন্দেশ প্রসাদ নিতে হলে আগে থেকে কুপন কাটতে হবে।

১০ ১২

এই প্রসাদও একই সময় বিতরণ করা হবে, তবে স্থান আলাদা।

১১ ১২

বড়মার সন্দেশ প্রসাদ পাওয়া যাবে নৈহাটি নরেন্দ্র উচ্চ বিদ্যালয় ও মহেন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে।

১২ ১২

১৭ তারিখের পর ফের ২৬ তারিখ সর্বসাধারণের জন্য বড়মার মন্দির খুলবে। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement