রবিবারের কার্নিভালের জন্য সেজে উঠছে শহর। ফি বছরের মতো এ বারও বিসর্জনের এই বিশেষ শোভাযাত্রা দেখার জন্য মুখিয়ে রয়েছেন সকলে।
তবে কার্নিভাল দেখতে গিয়ে দেরি হলেও বাড়ি ফেরা নিয়ে বিশেষ মাথা ব্যথার প্রয়োজন নেই।
তার কারণ, কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, রবিবার অর্থাৎ ৫ অক্টোবর ব্লু-লাইন অর্থাৎ শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর এবং গ্রিন লাইন অর্থাৎ সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত আপ-ডাউন মিলিয়ে মোট ৬টি বিশেষ ট্রেনের পরিষেবার ব্যবস্থা করা হয়েছে।
ভিড় হলেও পুজোর মধ্যে মেট্রোর কোনও লাইনেই বিশেষ বিভ্রান্তির খবর পাওয়া যায়নি।
এ বার যাত্রীদের সুবিধার্থে পুজো কার্নিভালের দিনেও বড় ঘোষণা কলকাতা মেট্রোর তরফে।
বিশেষ মেট্রোর সময়সূচিগুলি দেখে নেওয়া যাক এক ঝলকে।
শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত রাত ১০.০৩ মিনিট, ১০.২৩ মিনিট এবং ১০.৪৩ মিনিটে তিনটি বিশেষ মেট্রো চলবে।
অন্য দিকে, দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত রাত ৯.৫৩ মিনিট, ১০.১৩ মিনিট এবং ১০.৩৩ মিনিটে থাকছে বিশেষ মেট্রো।
সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান লাইনে রাত ১০.২০ মিনিটে, ১০.৪০ মিনিটে এবং ১১.০০টায় বিশেষ মেট্রো চলবে।
উল্টো দিকে হাওড়া ময়দান থেকে মেট্রো ছাড়বে রাত ১০.২০ মিনিট, ১০.৪০ মিনিট এবং ১১টায়। (‘আনন্দ উৎসব ২০২৫’-এর সাফল্যের নেপথ্যে রয়েছেন একাধিক সহযোগী। প্রেজ়েন্টিং পার্টনার ‘মারুতি সুজ়ুকি অ্যারেনা’। অন্যান্য সহযোগীরা হলেন ওয়েডিং পার্টনার ‘এবিপি ওয়ানস্টপ ওয়েডিং’, ফ্যাশন পার্টনার ‘কসমো বাজ়ার’, নলেজ পার্টনার ‘টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি’, ব্যাঙ্কিং পার্টনার ‘ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’, কমফোর্ট পার্টনার ‘কার্লন’।) (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)