Kojagori Laxmi Puja 2025

দু’টি বা চারটি নয়, ১৮টি হাত বিশিষ্ট লক্ষ্মীর প্রতিটি হাতেই অস্ত্র! জানেন কোথায় পূজিত হন দেবী?

দশভুজা দুর্গার দশ হাতে সজ্জিত অস্ত্র। আট থেকে আশি– সকলের কাছেই এই দৃশ্য পরিচিত। কিন্তু কখনও কি দেখেছেন, অস্ত্র হাতে দেবী লক্ষ্মী?

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৫ ১১:৩০
Share:

প্রতীকী চিত্র

দশভুজা দুর্গার দশ হাতে সজ্জিত অস্ত্র। আট থেকে আশি– সকলের কাছেই এই দৃশ্য পরিচিত। কিন্তু কখনও কি দেখেছেন, অস্ত্র হাতে দেবী লক্ষ্মী? তা-ও আবার দুই অথবা চার হাতে নয়, বরং ১৮টি হাত! প্রতি হাতেই রয়েছে অস্ত্র। কোথায় পূজিত হন ১৮ হাতের এই মহালক্ষ্মী?

Advertisement

দেবীর এ হেন রূপ দেখতে হলে চলে যেতে হবে মালদহের বামনগোলায়। সেখানে ১৮ হাতের মহালক্ষ্মীর আরাধনা করা হয় নিষ্ঠার সঙ্গে। শ্রী শ্রী সারদা তীর্থ আশ্রমে গত ২১ বছর ধরে শক্তি রূপেই পূজিত হয়ে আসছেন দেবী।

তিনিও বধ করেছেন অসুরকে। তাঁর এক হাতে ত্রিশূল, অন্যান্য হাতে চক্র, গদা, বজ্র, তির-ধনুক, কুঠার, পদ্ম, শঙ্খ-সহ অন্যান্য অস্ত্র। লক্ষ্মীর এই রূপের পুজোর আচারও অন্যান্য পুজোর তুলনায় আলাদা। কোজাগরী পূর্ণিমার রাতে ১৬ রকম উপচারের মাধ্যমে পুজো করা হয় মহালক্ষ্মীকে। পুজোর অন্যান্য উপকরণের সঙ্গে থাকে বস্ত্র, আলতা, কাজল, চিরুনি, ধুনুচি এবং বেল পাতা। ১০৮টি বেল পাতা অর্পণ করা হয় যজ্ঞে। ভোগের পাতে পড়ে পাঁচ রকম ভাজা, তিন রকমের তরকারি, ডাল ও মিষ্টি।

Advertisement

‘আনন্দ উৎসব ২০২৫’-এর সাফল্যের নেপথ্যে রয়েছেন একাধিক সহযোগী। প্রেজ়েন্টিং পার্টনার ‘মারুতি সুজ়ুকি অ্যারেনা’। অন্যান্য সহযোগীরা হলেন ওয়েডিং পার্টনার ‘এবিপি ওয়ানস্টপ ওয়েডিং’, ফ্যাশন পার্টনার ‘কসমো বাজ়ার’, নলেজ পার্টনার ‘টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি’, ব্যাঙ্কিং পার্টনার ‘ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’, কমফোর্ট পার্টনার ‘কার্লন’।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement