Kolkata kali Theme Puja

কালীপুজোতেও সুকুমার জাদু! রানাঘাটের এই চত্বরে বসল ‘আবোল-তাবোল’-এর দুনিয়া

‘আয়রে ভোলা খেয়াল-খোলা স্বপনদোলা নাচিয়ে আয়, আয়রে পাগল আবোল তাবোল মত্ত মাদল বাজিয়ে আয়…’

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৫ ১৫:৪৯
Share:
০১ ১১

‘আয়রে ভোলা খেয়াল-খোলা স্বপনদোলা নাচিয়ে আয়, আয়রে পাগল আবোল তাবোল মত্ত মাদল বাজিয়ে আয়…’

০২ ১১

সুকুমার রায়ের কি অমোঘ সৃষ্টি-ই না বটে!

Advertisement
০৩ ১১

হাতিবাগান নবীন পল্লির দুর্গাপুজোর থিমে শতবর্ষে ‘আবোল-তাবোল’-এর দুনিয়া ঘুরেছিলেন দর্শকরা।

০৪ ১১

এলাকার অনেক বাড়িকে মণ্ডপের জন্য সাজিয়ে তোলা হয়েছিল রং দিয়ে।

০৫ ১১

বিধান সরণি থেকে হাতিবাগান পুরো অঞ্চল সেজে উঠেছিল একই রং, আলো ও থিমে।

০৬ ১১

তবে এই থিমের নিরিখে কোনও অংশে পিছিয়ে নেই কালীপুজো-ও।

০৭ ১১

এ বার রাণাঘাটেও সুকুমার রায়ের জাদু।

০৮ ১১

রাণাঘাট কুপার্স-এর কালীপুজোতে এই বছর চমক দিয়েছে ‘ভাই ভাই সংঘ’।

০৯ ১১

তাদের এই বছরের থিম ‘আবোল-তাবোল’

১০ ১১

মণ্ডপ চত্বর জুড়ে যেখানেই দুই চোখ যায় সেখানেই জীবন্ত সব বইয়ের পাতার চরিত্রগুলি।

১১ ১১

আঁকিবুঁকি তো আছেই, চরিত্রগুলিকে ফুটিয়ে তুলেছেন মানুষেরাও। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement