‘আয়রে ভোলা খেয়াল-খোলা স্বপনদোলা নাচিয়ে আয়, আয়রে পাগল আবোল তাবোল মত্ত মাদল বাজিয়ে আয়…’
সুকুমার রায়ের কি অমোঘ সৃষ্টি-ই না বটে!
হাতিবাগান নবীন পল্লির দুর্গাপুজোর থিমে শতবর্ষে ‘আবোল-তাবোল’-এর দুনিয়া ঘুরেছিলেন দর্শকরা।
এলাকার অনেক বাড়িকে মণ্ডপের জন্য সাজিয়ে তোলা হয়েছিল রং দিয়ে।
বিধান সরণি থেকে হাতিবাগান পুরো অঞ্চল সেজে উঠেছিল একই রং, আলো ও থিমে।
তবে এই থিমের নিরিখে কোনও অংশে পিছিয়ে নেই কালীপুজো-ও।
এ বার রাণাঘাটেও সুকুমার রায়ের জাদু।
রাণাঘাট কুপার্স-এর কালীপুজোতে এই বছর চমক দিয়েছে ‘ভাই ভাই সংঘ’।
তাদের এই বছরের থিম ‘আবোল-তাবোল’
মণ্ডপ চত্বর জুড়ে যেখানেই দুই চোখ যায় সেখানেই জীবন্ত সব বইয়ের পাতার চরিত্রগুলি।
আঁকিবুঁকি তো আছেই, চরিত্রগুলিকে ফুটিয়ে তুলেছেন মানুষেরাও। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)