Largest Durga Idol in West Bengal

গত বছর বন্ধ হয়েছিল ১১২ ফুটের দুর্গাপুজো, এ বার তার চেয়েও ‘বড়’ প্রতিমা গড়ে চমক কামালপুর অভিযান সঙ্ঘের

৫৫তম বর্ষে ফের নতুন রূপে সেজে উঠছে অন্যতম বৃহৎ দুর্গা।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৪:১০
Share:

প্রতীকী চিত্র

বাংলার সবচেয়ে বড় দুর্গা! গত বছর ঠিক এই ঘোষণাতেই সকলকে তাক লাগিয়ে দিয়েছিল রানাঘাটের কামালপুর অভিযান সঙ্ঘ। কিন্তু মানুষের নিরাপত্তার কথা ভেবে ১১২ ফুটের দুর্গাপ্রতিমা গড়ার প্রস্তুতিতে অনুমতি মেলেনি প্রশাসনের। সেই ঘটনার এক বছর পার। ফের স্বপ্ন দেখা শুরু। ধীরে ধীরে মাথা তুলে দাঁড়িয়েছে দেবী প্রতিমা। ৫৫তম বর্ষে ফের নতুন রূপে সেজে উঠছে অন্যতম বৃহৎ দুর্গা।

Advertisement

এ বছর চমক আরও বেশি। সদ্যই প্রকাশ্যে এসেছে প্রতিমার রূপ। অনুমান করা হচ্ছে, দেবীর উচ্চতা এ বার ১২৫ ফুট। না, গত বছরের স্মৃতি ভুলে যাননি কেউই। বরং পুজোর উদ্যোক্তারা জানান, এ বছর সকলের নিরাপত্তার কথা ভেবেই প্রশাসনের দেওয়া নির্দেশ পালন করা হচ্ছে অক্ষরে অক্ষরে। সাহায্যের হাত বাড়িয়েছে সরকারও।

গত বছর ১১২ ফুট দুর্গাপ্রতিমা তৈরির পরিকল্পনা করেছিল রানাঘাটের কামালপুর এলাকার অভিযান সঙ্ঘ। কিন্তু পুলিশ তাতে অনুমতি দেয়নি বলে অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন উদ্যোক্তারা। এ বছর নতুন করে ইচ্ছের ভিত শক্ত করে মুখে হাসি উদ্যোক্তাদের।

Advertisement

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement