একাধিক পুজো মণ্ডপ সর্বসাধারণের জন্য খুলে গিয়েছে, অনেকেই ভিড় এড়িয়ে ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখতেও শুরু করে দিয়েছেন। অন্যান্য সময়ের মতো দুর্গাপুজোতেও দ্রুত উত্তর থেকে দক্ষিণ যাওয়ার জন্য মেট্রো ছাড়া আর কী-ই বা হতে পারে। কিন্তু সে ক্ষেত্রে ঠাকুর দেখায় বাধা হয়ে দাঁড়ায় সময়। মেট্রো তো নির্দিষ্ট সময় পর্যন্তই চলে। অনেকে যে আবার রাত জেগে ঠাকুর দেখেন, তাঁদের কী হবে? সেই কথা ভেবেই নতুন সময়সূচি ঘোষণা করল কলকাতা মেট্রো।
পুজোয় এ বার চিন্তা ছাড়াই, ঘড়ি না দেখেই ঠাকুর দেখুন। তবে জেনে নিন শহরের বুকে কখন মেট্রো চলবে আর কখন নয়।
কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে ব্লু লাইনে পঞ্চমীর দিন সকাল ৮টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত মেট্রো চলবে। ষষ্ঠী অর্থাৎ রবিবার সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত মেট্রো পরিষেবা পাওয়া যাবে।
সপ্তমী থেকে নবমী পর্যন্ত দুপুর ১টা থেকে চালু হবে মেট্রো পরিষেবা। চলবে ভোর ৪টে পর্যন্ত। দশমীর দিন রাত দশটা নাগাদ কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো ছাড়বে।
এ বার আসা যাক গ্রিন লাইনের কথায়। অর্থাৎ হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত পঞ্চমীর দিন সকাল সাড়ে ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত মেট্রো চলবে।
ষষ্ঠীর দিন সকাল ৯টা থেকে মেট্রো চালু হবে, চলবে রাত ১১.২৮ পর্যন্ত।
সপ্তমী থেকে নবমী দুপুর ১.৩০টা থেকে ভোর ৪টে পর্যন্ত মেট্রো চলবে।
দশমীর দিন ১টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত এই গ্রিন লাইন শাখায় মেট্রো চলবে।
নোয়াপাড়া থেকে বিমানবন্দর লাইন অর্থাৎ হলুদ লাইনে পঞ্চমী থেকে নবমী পর্যন্ত ডাউন লাইনে দুপুর ৩টে থেকে রাত ১০.৩০ পর্যন্ত মেট্রো চলবে। আর আপ লাইনে দুপুর ৩.৩০টে থেকে ১০.৫০ পর্যন্ত মেট্রো পাওয়া যাবে।
পার্পল লাইনে পঞ্চমী থেকে দশমী ডাউনে ৩.২৫ থেকে ১০.৫৫ পর্যন্ত মেট্রো চলবে। বেলেঘাটা থেকে কবি সুভাষের এই লাইনের আপে দুপুর ৩টে থেকে রাত ১০.৫৫ অবধি মেট্রো চলবে।
ব্লু লাইনে পঞ্চমীর দিন আপ এবং ডাউন মিলিয়ে জানা গিয়েছে মোট ২৬২টি মেট্রো চলবে। ৬ মিনিট অন্তর অন্তর পাওয়া যাবে ট্রেন। ষষ্ঠী থেকে নবমীও ৬ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে। এই ৪ দিন ২৪৬টি মেট্রো চলবে। দশমীর দিন ১৩২টি মোট ট্রেন চলবে এই শাখায় যা ৮ মিনিট অন্তর পাওয়া যাবে।