Kolkata Theme Puja Pandal

‘হারিয়ে যাওয়া’ বিপ্লবীদের উৎসর্গ, শতবর্ষে কী ভাবনা সিমলা ব্যায়াম সমিতি-র?

শতবর্ষ ধরে সমহিমায় দাঁড়িয়ে এই পুজো কমিটি। এক সময়ে কত বিপ্লবীদেরই না পদধূলি পড়েছে।

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৮:২৬
Share:
০১ ১০

১। শতবর্ষ ধরে সমহিমায় দাঁড়িয়ে এই পুজো কমিটি। এক সময়ে কত বিপ্লবীদেরই না পদধূলি পড়েছে।

০২ ১০

২। তাঁদেরকে স্মরণে রেখেই চলতি বছর অর্থাৎ শততম বর্ষে ‘সিমলা ব্যায়াম সমিতি’র ভাবনা ‘স্বদেশীয়ানার বিপ্লবতীর্থ’।

Advertisement
০৩ ১০

৩। সেই ভাবনা থেকে শুরু করে মণ্ডপসজ্জা, সবেতেই প্রাণ ঢেলেছেন শিল্পী শুভদীপ মজুমদার।

০৪ ১০

৪। বাঁশ, প্লাই ও লোহার পাতের সহযোগে প্যান্ডেলসজ্জা তো আছেই। মণ্ডপের দেওয়ালে চোখ বোলালেই ফুটে উঠবে বিপ্লবের ইতিহাস।

০৫ ১০

৫। সেই সবই ঘুরে দেখল আনন্দবাজার ডট কম।

০৬ ১০

৬। বিপ্লবীদের কিছু ছবি যেমন ছাপা হয়েছে তেমনই কিছু রয়েছে হাতে আঁকাও।

০৭ ১০

৭। এই পুজো কমিটির জন সংযোগ আধিকারিক পিনাকী দত্ত জানান, পুজোর এই থিম সেই সমস্ত বিপ্লবীদের কথাও মনে করাবেন, যাঁদের কথা মুছে গিয়েছে ইতিহাসের পাতা থেকে।

০৮ ১০

৮। পিনাকী দত্ত বলেন, “সিমলা ব্যায়াম সমিতি কেবল দুর্গাপুজোর কমিটি নয়, এর সঙ্গে শুরু থেকে জড়িয়ে রয়েছে স্বাধীনতা আন্দোলনের ইতিহাস।”

০৯ ১০

৯। তাঁর কথায়, “এই স্থানে বহু বিপ্লবীদের পদধূলি পড়েছে। আমরা আমাদের শততম দুর্গাপুজো সেই পূর্বসূরিদেরই উৎসর্গ করছি।”

১০ ১০

১০। উত্তর কলকাতায় ঠাকুর দেখতে এলে এক বার ঢুঁ মেরে যেতেই পারেন এই প্যান্ডেলে। ( এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ। )

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement