Jagadhatri Puja 2025 Theme

জগদ্ধাত্রী পুজোয় মহাকাশ দর্শন? তাক লাগাবে চন্দননগরের এই মণ্ডপের আলোকসজ্জা!

আলোকসজ্জায় তুলে ধরা হচ্ছে ভারতের সফল মহাকাশ অভিযানের নানা পর্ব।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৫ ১৮:০৫
Share:

প্রতীকী চিত্র।

আর মাত্র ক'টা দিন! তার পরই জগদ্ধাত্রী পুজো। যে পুজোয় সকলেরই প্রধান গন্তব্য, আলোর শহর চন্দননগর। এই সময় এখানকার আলোকসজ্জা ও প্রতিমা দেখতে দূর-দূরান্ত থেকে মানুষ ভিড় জমান। তবে, এ বছর এখানকার একটি পুজো কমিটি তাদের আলোকসজ্জার মাধ্যমে এক অভিনব থিম তুলে ধরছে। যা ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

Advertisement

আলোকসজ্জায় ভারতের মহাকাশ জয়:

এ বছর চন্দননগরের একটি বারোয়ারি জগদ্ধাত্রী পুজো কমিটি তাদের আলোকসজ্জায় তুলে ধরছে ভারতের সফল মহাকাশ অভিযানের নানা পর্ব। ফলত, এই আয়োজনের সঙ্গে খুব স্বাভাবিক ভাবেই মিশে যাচ্ছে দেশের বিজ্ঞান মনস্কতা ও মহাকাশ গবেষণায় উন্নতির ধারাবাহিকতা।

Advertisement

আলোর মাধ্যমে বার্তা:

পুজোর আয়োজকদের বক্তব্য, তাঁদের এই থিমের মূল উদ্দেশ্য হল, আলোর কারুকাজের মাধ্যমে ভারতের মহাকাশ গবেষণার সাফল্যগুলি আগাগোড়া দর্শনার্থীদের সামনে তুলে ধরা। এই উদ্যোগ আসলে ইসরোর বিজ্ঞানীদের কঠোর পরিশ্রমের প্রতি দেশের আমজনতার হয়ে কুর্নিশ!

প্রসঙ্গত, চন্দননগরের জগদ্ধাত্রী পুজো বরাবরই তার দৃষ্টিনন্দন আলোকসজ্জার জন্য বিশ্ব জুড়ে পরিচিত। এখানকার আলোর কারিগরদের তৈরি বিভিন্ন সামাজিক, পৌরাণিক বা আধুনিক থিম প্রতি বছরই দর্শকদের মুগ্ধ করে। এ বছরও তার কোনও ব্যতিক্রম হবে না।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement