Darjeeling's Durga Puja

সমতলের মুখাপেক্ষী নয় দার্জিলিংয়ের পুজো, আয়োজন সামলাচ্ছেন নেপালি পুরোহিতই

কালের স্রোতে বদলেছে শৈলশহর দার্জিলিং। বদলেছে সেখানকার মাতৃ আরাধনার রীতিনীতিও।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫ ২০:৩৩
Share:

সংগৃহীত চিত্র।

কালের স্রোতে বদলেছে শৈলশহর দার্জিলিং। বদলেছে সেখানকার মাতৃ আরাধনার রীতিনীতিও। এক সময়ে সমতলের পুরোহিতরাই ছিলেন এক মাত্র পুজোর ভরসা। তার পরেই প্রয়াত জিএনএলএফ সুপ্রিমো সুবাস ঘিসিংয়ের সেই ফতোয়া। প্রতিমা পুজো হবে না। পরিবর্তে পূজিত হবে পাথর।

Advertisement

অবশ্য সেই জমানার অবসান হয়ে আগেই। পাহাড়ের উপরের নিয়ম নীতি এবং রাজনৈতিক সমীকরণের পাশাপাশি পরিবর্তন এসেছে স্থানীয় মানুষের ধ্যান ধারণাতেও। এখন আর পুজোর জন্য হত্যে দিয়ে বসে থাকতে হয় না সমতলের মানুষদের জন্য। বরং নেপালি পুরোহিতরাই সব কিছু সামলে নেন নিজেদের মতো করে।

এই বছরও এর অন্যথা হল না। দেবীর আরাধনা তো আছেই। সঙ্গে জুড়ে পাহাড়ের নিজস্ব ‘ফুলপাতি’ উৎসব। বিনোদনেও খামতি নেই। জানা গিয়েছে, এই বছর দার্জিলিং ও কালিম্পং পাহাড়ের বিভিন্ন এলাকায় পুজোর আয়োজন হয়েছে। সরকারি অনুদানের সাহায্য নিয়ে পুজোর এই আয়োজনের সংখ্যা আগের চেয়েও বেশি।

Advertisement

‘আনন্দ উৎসব ২০২৫’-এর সাফল্যের নেপথ্যে রয়েছেন একাধিক সহযোগী। প্রেজ়েন্টিং পার্টনার ‘মারুতি সুজ়ুকি অ্যারেনা’। অন্যান্য সহযোগীরা হলেন ওয়েডিং পার্টনার ‘এবিপি ওয়ানস্টপ ওয়েডিং’, ফ্যাশন পার্টনার ‘কসমো বাজ়ার’, নলেজ পার্টনার ‘টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি’, ব্যাঙ্কিং পার্টনার ‘ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’, কমফোর্ট পার্টনার ‘কার্লন’।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement