দেবীর এক অঙ্গে কতই না রূপ!
কখনও তিনি শিবের উপর দাঁড়িয়ে।
কখনও তাঁর চরণতলেই মহাকাল।
যদিও এই দু’য়ের মধ্যে প্রথম রূপটাই সকলের কাছে পরিচিত।
কিন্তু দ্বিতীয় বেশটির দর্শনও পাওয়া যায় নির্দিষ্ট কিছু জায়গায়।
কলকাতার দর্জিপাড়ার ব্রহ্মচারী কালী কিন্তু এই সবের থেকেও আলাদা।
এই বিগ্রহের সঙ্গে নেই শিব।
গলায় নেই মুণ্ডমালাও।
সম্পূর্ণ রক্তবর্ণা এই দেবীর বেদি-সহ মূর্তি তৈরি নিমকাঠ দিয়ে।
জানা যায়, ১৮৬০ খ্রিষ্টাব্দে এই মূর্তিটি তৈরি করা হয়। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)