Hooghly Famous Kali Temple

চন্দননগরের নাম হয় তাঁর নামেই! আবার কোথাও হত শত শত নরবলি! কালীতীর্থে সমৃদ্ধ হুগলি

খুঁজে দেখলে হয়তো শহরের প্রতি বাঁকেই মিলবে ঐতিহ্য ও ইতিহাসের সমাহার।

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ ২৩:২১
Share:
০১ ১০

খুঁজে দেখলে শহরের বুকে হয় তো কতই না কালীতীর্থের খোঁজ মিলবে। প্রতিটিকে ঘিরেই রয়েছে কোনও না কোনও ইতিহাস।

০২ ১০

এ ক্ষেত্রে এ তো কালীতীর্থের অন্যতম পীঠস্থান! খুঁজে দেখলে হয়তো শহরের প্রতি বাঁকেই মিলবে ঐতিহ্য ও ইতিহাসের সমাহার।

Advertisement
০৩ ১০

দেবী বড়াই চণ্ডীর কথা কে না জানেন!

০৪ ১০

কথিত, তাঁর নামেই চন্দননগরের নামকরণ।

০৫ ১০

ইতিহাস ঘাঁটলে জানা যায়, প্রায় ৫০০ বছরের পুরনো এই বড়াই চণ্ডীতলা প্রতিষ্ঠা করেন শ্রীমন্ত সদাগর।

০৬ ১০

আবার অন্য দিকে রয়েছে হরিপালের দেবী চণ্ডালীর মন্দির।

০৭ ১০

বলা হয়, এক সময়ে নাকি শত শত নরবলি হত এখানে।

০৮ ১০

চন্দননগরের আরও অন্যতম কালীক্ষেত্র হল সিদ্ধেশ্বরীর কালীমন্দির।

০৯ ১০

৩২১ বছরের পুরনো এই মন্দির প্রতিষ্ঠিত হয় ১৭০৩ সালে।

১০ ১০

তার পর থেকে আজও নিষ্ঠাভরে পূজিত হয়ে আসছেন দেবী। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement