সংগৃহীত চিত্র।
জগদ্ধাত্রী পুজো বলতেই সবার আগে হয় হুগলির চন্দননগর, আর তা না হলে নদিয়ার কৃষ্ণনগরের কথা মনে আসে। এ কথা ঠিক যে জগদ্ধাত্রীর আরাধনায় এই দু'টি জায়গাই সবথেকে গুরুত্বপূর্ণ। কিন্তু, এটাও ঠিক যে চন্দননগর ও কৃষ্ণনগর ছাড়াও এই বাংলার নানা প্রান্তে জগদ্ধাত্রী রূপে আদি শক্তির উপাসনা করা হয়। এবং তা হয় রীতিমতো ধুমধাম করে।
এমনই একটি জায়গা হল কলকাতার পড়শি জেলা উত্তর ২৪ পরগনার জগদ্দলের শ্যামনগর। এখানকার বহু পরিবারে জগদ্ধাত্রী পুজোর চল রয়েছে। রয়েছে বহু বারোয়ারি পুজো কমিটি। বস্তুত, সময়ের সঙ্গে সেগুলির সংখ্যা আরও বাড়ছে।
শ্যামনগরের বাড়ির পুজোগুলির মধ্যে একটি হল - মণ্ডল বাড়ির পুজো। ইদানীং, সোশাল মিডিয়ায় মণ্ডল বাড়ির পুজো নিয়ে প্রচার করতে দেখা গিয়েছে নেট প্রভাবীদের। তেমনই কিছু উপস্থাপনা থেকে জানা যায়, এই বাড়ির প্রতিমা নির্মাণ করেছেন শিল্পী প্রীতম মণ্ডল এবং মায়ের গায়ের গয়না গড়ে দিয়েছেন শিল্পী মণীশ দাস।
এই বাড়ির পুজোয় প্রতিমার রূপ বেশ নজরকাড়া। মা হৈমন্তী এখানে বসে নেই। রয়েছেন দণ্ডায়মান। তাঁর অঙ্গভঙ্গিতে কোথাও যেন এক যোদ্ধার প্রতিচ্ছবি দেখা যায়। মায়ের অঙ্গের লাল বেনারসী শাড়ি, সেই সঙ্গে রাজ বেশ যে কারও মন ভরিয়ে দেবে।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।