কলকাতার বনেদি বাড়ির কালীপুজোগুলির মধ্যে অন্যতম হল - দর্জিপাড়ার মিত্র বাড়ির পুজো।
বাড়ির বর্তমান ঠিকানা - ১৯/১, নির্মল মিত্র স্ট্রিট, শ্যামবাজার, দর্জিপাড়া, কলকাতা।
পুজোর সূচনা হয়েছিল আজ থেকে প্রায় ২৩৩ বছর আগে। নেপথ্যে ছিলেন প্রাণকৃষ্ণ মিত্র।
শোনা যায়, প্রাণকৃষ্ণের সঙ্গে বন্ধুত্ব ছিল মৃৎশিল্পীদের। তাঁরা কিছুটা আনমনেই গড়েছিলেন কালী মূর্তি।
ঘোর কৃষ্ণবর্ণের সেই মাতৃমূর্তির বাঁ পা ছিল এগিয়ে রাখা। আজও তেমনই মূর্তিতে এই বাড়িতে পুজো হয়।
যদিও দেবীর পুজো করা হয় দক্ষিণা কালীর পুজোর যাবতীয় নিয়ম মেনে। (প্রতীকী ছবি)
এ বাড়ির আরাধনায় দেবীকে জবা ফুল অর্পণ করা হয় না। বদলে ১০৮টি অপরাজিতার পুষ্পার্ঘ্য প্রদান করা হয়।
কালীপুজোর সময়ে বাড়িতে জ্বলে ১০৮টি মাটির প্রদীপ। তবে, পুজোয় ঢাক বাজানো হয় না।
ঘরে তৈরি আচার, বড়ি, ও মাখনের নৈবেদ্য সাজিয়ে দেওয়া হয় পুজোর সময়ে।
অন্ন ভোগের চল এ বাড়ির পুজোয় নেই। বদলে থাকে লুচি, নানা ধরনের ফল ও নারকেলের তৈরি রকমারি মিষ্টি। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।