Bonedi Barir Puja 2025

দেবীবরণ থেকে বিজয়া, জমজমাট মুখরোচকের দুর্গাপুজো! উদ্‌যাপনে সামিল কোয়েলও

উদ্‌যাপনে সামিল ‘মুখরোচক’ও।

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৫ ১৮:০৭
Share:
০১ ১৪

উমার আরাধনায় মাতল ‘মুখরোচক’ পরিবারও।

০২ ১৪

দেবীবরণ থেকে বিজয়া, ক'টা দিন যেন গমগম করেছে বারুইপুরে মুখরোচকের এই বাগানবাড়ি। গত চার বছর ধরে পুজো করে আসছেন ‘মুখরোচক’-এর কর্ণধার প্রণব চন্দ্র।

Advertisement
০৩ ১৪

চলতি বছর পঞ্চম বর্ষে পা দিল তাঁর বাড়ির পুজো।

০৪ ১৪

আর সেই উপলক্ষেই রীতিমতো হাতে ঢাকের কাঠি নিয়ে মাঠে নামলেন অভিনেত্রী তথা সংস্থার প্রচারমুখ কোয়েল মল্লিক।

০৫ ১৪

তাঁর পরনে ছিল হলুদ শাড়ি। সাজে আধুনিকতার সঙ্গেই ছিল সাবেক ছোঁয়া।

০৬ ১৪

উদ্বোধনের দিন ঢাক বাজালেন তিনি। মহিলাদের শাড়ি বিতরণ করেন এবং উদ্‌যাপনের আমেজে গা ভাসালেন 'মুখরোচক' পরিবারের সঙ্গে।

০৭ ১৪

পুজোর সঙ্গে পেটপুজো না হলে চলে! সপ্তমীতে চলল জমিয়ে খাওয়াদাওয়া! সঙ্গে হোম, অন্ন ভোগের শোভাযাত্রা ও অতিথিদের আপ্যায়ন।

০৮ ১৪

অষ্টমীতে আয়োজন করা হয়েছিল বিশেষ সন্ধিপুজোর।

০৯ ১৪

সেই সঙ্গে দেবীর অঞ্জলি তো আছেই।

১০ ১৪

ধুনো পোড়ানো থেকে বলিদান, নবমীটা কাটল এই ভাবেই।

১১ ১৪

এই পুজোর বিশেষ আকর্ষণ কুমারীপুজো। প্রতি বছর নবমীর দিন এই কুমারী পুজো করে আসছেন প্রণব চন্দ্র। ঐতিহ্য ও রীতি মেনে এই বছরও এর অন্যথা হল না।

১২ ১৪

দশমীতে বিষাদের সুর।

১৩ ১৪

বিদায়বেলায় দেবীকে মিষ্টিমুখ করে বরণ করলেন পরিবারের মহিলা সদস্যরা।

১৪ ১৪

প্রতি মুহুর্তেরই সাক্ষী ছিলেন ‘মুখরোচক’-এর সর্বময় কর্তা প্রণব চন্দ্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement