সংগৃহীত চিত্র।
উৎসবের আবহে সঙ্গীতপ্রেমীদের জন্য এক অনন্য উপস্থাপনা! সৌজন্য দু'টি সম্পূর্ণ ভিন্ন শাখার দুই তরুণ শিল্পী। এঁদের মধ্যে প্রথম জন হলেন তবলাবাদক উন্মেষ বন্দ্যোপাধ্যায় এবং দ্বিতীয় জন ডিজে আদিত্য মালভে (ডিজ্যাজ্)। এঁদের দু'জনের প্রচেষ্টায় ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম বাদ্যযন্ত্র তবলার সঙ্গে ইলেক্ট্রনিক মিউজিকের এক মেলবন্ধন ঘটানোর চেষ্টা করা হয়েছে।
এই দুই তরুণ শিল্পীর যৌথ প্রয়াসে যে মিউজিক অ্যালবামটি প্রকাশ করা হয়েছে, তার নাম - 'শাস্ত্রীয় সঙ্গীত ভল.১'। যদিও উন্মেষ জানান, এই অ্যালবামে শাস্ত্রীয় সঙ্গীতের প্রতিনিধিত্ব কেবল মাত্র তবলার মাধ্যমেই করা হয়েছে। বাকিটা আদতে একটা পরীক্ষামূলক সঙ্গীত সমন্বয়ের প্রয়াস! যা নতুনত্বের সঙ্গে শ্রোতাকে এক গভীর শান্তিময় বাতাবারণ প্রদান করবে।
শাস্ত্রীয় সঙ্গীত এক অপার সমুদ্রের মতো। তাকে উপলব্ধি করতে গেলে জ্ঞানের প্রয়োজন। অন্য দিকে, ইলেক্ট্রনিক মিউজিকেরও নানা শাখা-প্রশাখা রয়েছে। তার বিস্তারও নেহাত কম নয়। কিন্তু, এক জন সাধারণ শ্রোতা বা সঙ্গীতপ্রেমী, যিনি গান বা বাদ্যযন্ত্র শুনতে ভালবাসলেও এই বিষয়ে প্রচুর পড়াশোনা করেছেন, তেমনটা নয় - এমন এক জন মানুষও 'শাস্ত্রীয় সঙ্গীত ভল.১'-এর উপস্থাপনা উপভোগ করতে পারবেন বলে বিশ্বাস উদ্যোক্তাদের।
এই অ্যালবামে মোট চারটি ট্র্যাক রয়েছে। পুরোটাই ইন্সট্রুমেন্টাল। যেখানে - জাঙ্গল, টেকনো, ইলেক্ট্রো এবং ইন্সট্রুমেন্টালের সঙ্গে মিলিয়ে দেওয়া হয়েছে তবলার বোল! ইতিমধ্যেই শ্রোতারা এই উপস্থাপনার তারিফ করছেন। চাইলে আপনিও স্পটিফাই, অ্যামাজন, ইউটিউবের মতো প্ল্যাটফর্মে এগুলি শুনতে পারেন।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।