Portable Bluetooth Speaker under 5000

পকেট হালকা হোক বা ভারী, পুজোয় কিনে ফেলুন মনের মতো পোর্টেবল স্পিকার

সস্তায় ভাল মানের পোর্টেবল স্পিকার কেনার আগে বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে।

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫ ১২:৫০
Share:
০১ ১০

পুজোর আড্ডা, ঠাকুর দেখা বা বন্ধুর বাড়ির জমায়েত– সর্বত্রই এখন গান চাই। আর তার জন্য চাই একটি পোর্টেবল ব্লুটুথ স্পিকার। বাজারে কম দামে ভাল মানের বহু পোর্টেবল স্পিকার রয়েছে। যেগুলি ৫০০ থেকে ৫,০০০ টাকার মধ্যেই কেনা যাবে।

০২ ১০

তবে একটি ভাল স্পিকার কেনার আগে কিছু জরুরি বিষয় মাথায় রাখা দরকার। যেমন - সাউন্ড কোয়ালিটি, ব্যাটারি লাইফ, ডিজাইন এবং পোর্টেবিলিটি, কানেক্টিভিটি এবং ওয়াটার প্রুফ প্রযুক্তি। এ বার জেনে নেওয়া যাক কোন বাজেটে কেমন স্পিকার মিলবে।

Advertisement
০৩ ১০

৫০০ থেকে ১,০০০ টাকার মধ্যে: এই দামে একটি ভাল স্পিকার হল - বোট স্টোন ২৬০। এর ব্যাটারি লাইফ প্রায় ৪-৫ ঘণ্টা। এটি জল ও ধুলো থেকে সুরক্ষিত থাকতে সক্ষম। শব্দের মান মোটামুটি ভাল, ডিজাইনও আকর্ষণীয়।

০৪ ১০

১,০০০ থেকে ২,০০০ টাকার মধ্যে: এই দামের মধ্যে জেবিএল গো ৩ কিনতে পারেন। এই স্পিকারটি খুবই জনপ্রিয়। সাউন্ড কোয়ালিটি চমৎকার এবং এটি জল ও ধুলো থেকে সম্পূর্ণ সুরক্ষিত (আইপি৬৭ রেটিং) থাকতে পারে। ছোট আকারের কারণে এটি সহজে পকেটে নিয়ে ঘোরা যায়। এর ব্যাটারি লাইফ প্রায় ৫ ঘণ্টা।

০৫ ১০

একই দামের মধ্যে মিভি রোম ২ কিনতে পারেন। ভারতীয় ব্র্যান্ডের এই স্পিকারটির সাউন্ড কোয়ালিটি বেশ ভাল। এর ব্যাটারি লাইফ প্রায় ৬-৭ ঘণ্টা। এটিও জলরোধী এবং খুব হালকা। ফ্লিপকার্ট, অ্যামাজন-এর মতো অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যায় এই স্পিকার।

০৬ ১০

২০০০ থেকে ৩০০০ টাকার মধ্যে: এই দামের মধ্যে কিনতে পারেন রিয়েলমি পকেট ব্লুটুথ স্পিকার। আকারে খুব ছোট হলেও এর শব্দ বেশ শক্তিশালী। ব্যাটারি লাইফ প্রায় ৬ ঘণ্টা এবং এটি আইপিএক্স৫ রেটিং-সহ জলরোধী। এটি সহজে পকেটে রাখা যায়।

০৭ ১০

একই দামে পাওয়া যাবে শাওমি এমআই পোর্টেবল ব্লুটুথ স্পিকার। এই স্পিকারের ডিজাইন স্লিম এবং এর ব্যাটারি লাইফ প্রায় ৬-৭ ঘণ্টা। এটিতে ডুয়েল ড্রাইভার রয়েছে। যা শব্দের উচ্চ মান নিশ্চিত করে। এটিতে আইপিএক্স৭ রেটিং রয়েছে, যা এটিকে জল থেকে সম্পূর্ণ সুরক্ষিত রাখে।

০৮ ১০

৩,০০০ থেকে ৪,০০০ টাকার মধ্যে: বেশি জোরালো সাউন্ডের দরকার হলে বোট স্টোন ১০০০ একটি ভাল বিকল্প। এর সাউন্ড আউটপুট ১৪W এবং এর ব্যাটারি লাইফ ৮ ঘণ্টা পর্যন্ত হতে পারে। এই জলরোধী স্পিকারটি পুজোর আড্ডার জন্য বেশ উপযুক্ত।

০৯ ১০

৪,০০০ থেকে ৫,০০০ টাকার মধ্যে: এই দামে আপনি জেবিএল ফ্লিপ এসেন্সিয়াল ২ কিনতে পারেন। এই স্পিকারটি আরও একটু উন্নত মানের। এতে শক্তিশালী সাউন্ড রয়েছে। এর ব্যাটারি লাইফ প্রায় ১০ ঘণ্টা এবং এটি আইপিএক্স৭ রেটিং-সহ জলরোধী।

১০ ১০

স্পিকার বাছাই করতে হবে প্রয়োজন এবং বাজেট অনুযায়ী। যদি আপনি খুব হালকা কিছু চান, তা হলে জেবিএল গো ৩ এবং মিভি রোম ২ ভাল। যদি বেশি জোরালো শব্দের প্রয়োজন হয়, তা হলে বোট স্টোন ১০০০ বা জেবিএল ফ্লিপ এসেন্সিয়াল ২ কিনতে পারেন। সবক’টি মডেল কলকাতা তথা পশ্চিমবঙ্গ এবং ভারতের সমস্ত ই-কমার্স সাইটে এবং স্থানীয় দোকানে পাওয়া যায়। তবে, সময় ও স্থানভেদে দামে কিছু তারতম্য হতে পারে। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement