প্রতীকী চিত্র।
ইন্টারনেটে পাওয়া তথ্য অনুসারে, সম্প্রতি নাথিং ফোন-এর দামে বড় ধরনের ছাড় দেওয়া হচ্ছে। বিশেষ করে ফ্লিপকার্টের মতো ই-কমার্স সাইটে। 'হাফ দামে' ফোন পাওয়ার এই বিষয়টি মূলত বিভিন্ন ছাড় এবং অফার মিলিয়ে একটি বিশেষ ডিল, যা সীমিত সময়ের জন্যই পাওয়া যায়।
কোথায় এবং কীভাবে এই অফার পাবেন:
ফ্লিপকার্ট: এই অফারগুলি মূলত ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডেজ বা অন্যান্য উৎসবের সেলের সময়ে দেওয়া হয়। নাথিং ফোন (৩)-এর মতো কিছু মডেল বাজারে এসেছিল প্রায় ৭৮,৯৯০ টাকা দামে। যা অফারে ৩৫,০০০ টাকা পর্যন্ত নেমে আসতে পারে!
এক্সচেঞ্জ অফার: সবচেয়ে বড় ছাড় পাওয়ার জন্য আপনার পুরনো ফোনটির সঙ্গে বদল করে নিতে হবে। বিশেষ করে, নাথিং ফোন (১) বা (২)-এর পুরনো ব্যবহারকারীরা তাঁদের ফোন এক্সচেঞ্জ করে নাথিং ফোন (৩) মডেলটি প্রায় অর্ধেক দামে পেতে পারেন!
ব্যাংক ডিসকাউন্ট: এক্সচেঞ্জ অফারের পাশাপাশি নির্দিষ্ট ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে ফোন কিনলে আরও অতিরিক্ত ছাড় পাওয়া যায়। ফ্লিপকার্টে অ্যাক্সিস ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক বা অন্যান্য পার্টনার ব্যাঙ্কের কার্ড ব্যবহার করলে এই সুবিধা পাওয়া যায়।
বিশেষ প্রোগ্রাম: নাথিং তাদের পুরনো ব্যবহারকারীদের জন্য আপগ্রেড প্রোগ্রাম বা লেগাসি অফার চালু করতে পারে। যেখানে পুরনো ডিভাইসের আইএমইআই নম্বর দিয়ে নতুন ফোনে অতিরিক্ত ছাড় পাওয়া যায়।
দাম এতটা কমে যাওয়ার কারণ:
নাথিং ফোন-এর দাম এত দ্রুত কমে যাওয়ার নেপথ্যে বেশ কিছু কারণ রয়েছে। যেমন -
প্রতিযোগিতামূলক বাজার: স্মার্টফোনের বাজারে প্রতিযোগিতা অনেক বেশি। স্যামসাং, ওয়ানপ্লাস, গুগল পিক্সেল-এর মতো প্রতিষ্ঠিত ব্র্যান্ডগুলি নাথিং-এর চেয়ে শক্তিশালী প্রসেসর এবং স্পেসিফিকেশন-সহ ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করেছে। তাই, নাথিং-কে তাদের নতুন মডেলের বিক্রি বাড়াতে এবং বাজারে টিকে থাকতে দাম কমাতে হয়েছে।
প্রসেসরের সীমাবদ্ধতা: নাথিং ফোন (৩) মডেলটি একটি প্রিমিয়াম ক্যাটাগরির ফোন হলেও, এতে স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪ প্রসেসর ব্যবহার করা হয়েছে। যা একই দামের অন্যান্য ফ্ল্যাগশিপ ফোনের তুলনায় কিছুটা কম শক্তিশালী। অনেক ব্যবহারকারী মনে করেন, এই প্রসেসরের জন্য ৮০,০০০ টাকা অনেক বেশি দাম ছিল। এই কারণে কোম্পানি দাম কমিয়ে এটিকে আরও আকর্ষণীয় করার চেষ্টা করেছে।
স্টক ক্লিয়ারেন্স: অনেক বিক্রেতা তাঁদের কাছে থাকা পুরনো মডেলের স্টক দ্রুত শেষ করতে চান। উৎসবের সেল বা বিশেষ অফারের সময়ে তাঁরা এই সুযোগটি কাজে লাগান। যার ফলে দাম অনেকটাই কমে যায়।
মার্কেটিং কৌশল: অনেক সময়ে ই-কমার্স প্ল্যাটফর্মগুলি শুরুতে একটি পণ্যের দাম বেশি দেখিয়ে পরে বিশাল ছাড় ঘোষণা করে। এটি একটি সাধারণ মার্কেটিং কৌশল। যা ক্রেতাদের মধ্যে আগ্রহ তৈরি করে এবং তাঁদের মনে হয়, তাঁরা অনেক লাভজনক একটি ডিল পাচ্ছেন!
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।