প্রতীকী চিত্র।
পুজোয় ঠাকুর দেখার স্মৃতিকে ছবির ফ্রেমে ধরে রাখতে কে না চায়! বিশেষত যেখানে বাজারে ইদানীং দারুণ সব ক্যামেরাওয়ালা স্মার্টফোন মেলে। এই ফোনগুলিতে পেশাদার মানের ছবি ওঠে। মনের মতো প্রতিমা, মণ্ডপ, আলোর ছবির ফ্রেম যাতে মিস না হয়, কিংবা ছবির মানের সঙ্গে যাতে আপস করতে না হয়, তার জন্য অবশ্য সঙ্গে রাখা ভাল আরও বেশ কয়েকটা টুকিটাকি জিনিস। এই প্রতিবেদনে রইল সেই তালিকা।
পাওয়ার ব্যাঙ্ক: ফোনের চার্জ শেষ হয়ে গেলেই তো কেলেঙ্কারি! তাই একটি পাওয়ার ব্যাংক সঙ্গে থাকলে চার্জ নিয়ে চিন্তা করতে হবে না।
লেন্স ক্লিনার: মোবাইল ফোনের ক্যামেরার লেন্স পরিষ্কার রাখা জরুরি। একটি ভাল লেন্স ক্লিনার ব্যবহার করে ক্যামেরার লেন্স থেকে ধুলো, ময়লা এবং আঙুলের ছাপ সহজেই দূর করা যায়।
সেলফি স্টিক: সেলফি স্টিক ব্যবহার করে আপনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তুলতে পারবেন। বিশেষত গ্রুপ ফটো বা সেলফির জন্য এটি খুব উপযোগী।
পোর্টেবল লাইট: কম আলোয় ছবি তোলার সময়ে একটি পোর্টেবল লাইট ব্যবহার করলে ভাল ফল পাবেন। এটি আপনার ছবির মান উন্নত করবে এবং ছবিকে আরও উজ্জ্বল করবে।
এক্সটার্নাল লেন্স: কিছু থার্ড-পার্টি লেন্স রয়েছে, যা মোবাইল ফোনের ক্যামেরার সঙ্গে যুক্ত করে বিভিন্ন ধরণের এফেক্ট আনা যায়। যেমন- ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ম্যাক্রো লেন্স ইত্যাদি।
ব্লুটুথ শাটার রিমোট: ব্লুটুথ শাটার রিমোট ব্যবহার করে ক্যামেরা চালু না করেই ছবি তোলা যায়। এটি ট্রাইপড ব্যবহারের ক্ষেত্রে খুবই উপযোগী।
এই প্রতিবেদনটি “আনন্দ উৎসব” ফিচারের একটি অংশ।